তোমার জন্য কিছুই করিনি, কারন আমার সব কিছুই তোমার জন্য................
কষ্ট, কষ্টে সবই নষ্ট
মন, মনের সবই ধ্বংস
সার্থের মোহ মায়ায়
স্তব্দ আজ জীবন সঙ্গ।
স্বর্গের সার্থে
অর্থের কাঙ্গাল
কথনের মায়ায়
অক্লান্তির জীবন মরণ।
ভালবাসার ছলনায়
গরেছি মায়াজাল
মিছে আজ সব
হল কেন এমনি তাই।
মরণ পথের অবিকল
অপরাধের পাহার আমার
পূর্ণতায় অসম্পুর্ন
জীবনের এ চলার পথ।
সত্য ভালবাসায় অসত্যের ছায়া
মনের এই অজানাতে
ফিরলাম আজ শুন্য হাতে
বিধাতার এই না স্বর্গে।
কষ্টের এই বালুচরে
হাহাকার ধ্বনি
ভুলবনা বন্ধু ভুলবনা
তাই আজীবন ভালবাসি?
আজ অভিশাপের ধ্বংসস্তুপ
সব তোমায় দিয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।