আমাদের কথা খুঁজে নিন

   

অভিশাপের বন্দর ছেড়েছে স্বপ্নহারা সাম্পান, আবারও, কে যাবি আয়!আয়!

আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে

ঐ নীলিমার দিকে তা - কা। দেখ রেখাগুলো কেমন আলোর লে-খা, তাকা। জড়াত ভুলে তা-কা। সাম্পানের পালগুলোয় লেগেছে মাতাল হাওয়া কিশোরীর চুলের ঝাকুনি খাচ্ছে তন্বী সামিয়ানা অম্বরের ভাবনা মুছ বিস্মৃতির বেতল সমুদ্রের ঐ দেখ মেলা বসেছে, রোদেরা এসেছে, তারাদের পশরা বসেছে, আলো শুধুই আলোর ছড়াছড়ি, তবে তোর মনে কেন এত কাজল, কৃষ্ণ বিভাবরী। দু-আঁখির তরে নিষেধাজ্ঞা নে'তুলে যা ছিল কালকের দেনা দুরে ঠেলে সব ভুলে আয় দেখ আলোর পরীরা সেজেছে সুর্যমুখীর ফুলে ফুলে ঐ দেখ পালরা উড়ছে ক্লিপ-কড়ার বাঁধন খুলে খুলে আজ বন্দিত্বের কোহেকাফে কাঁপন লেগেছে মুক্তির আজ পঙ্গুর মনে জাগন লেগেছে, মরন হয়েছে সুপ্তির । তবে তুই কেন পড়ে, মহাকালের এ বরযাত্রার পথ ছেড়ে, সরে, দুরে । তাকা দেখ বৃদ্ধ হাড়ে জাগরণের যে কাঁপন, দেখ অর্ধলাশেরা খুলে ফেলেছে চিরনিদ্রার কাফন, তারা ভাসতে চায় আলোর ভেলায়, জীবনের চিরমুক্তির মেলায়। তা-কা, একটু দেখ, ওঠ- চল- অভিশাপের বন্দর ছেড়েছে স্বপ্নহারা সাম্পান আবারও কেন তোর অযথা সময় খাচ্ছে জৃনতার পোকামাকড়, এখন এ পল নেই ক্ষন ভাবারও। চল আয়-- তাকা, দেখ নীলিমার দিকে দেখ, আলোর মেলায় আভার পরীরা স্বপ্নর পশরা সাজিয়েছে। চল-

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।