আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের ফাসি চাইতে চাইতে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের কথা আসে কি করে!!!!!!!!!!!!!

আর কিছু না বলে থাকতে পারলাম না................. গত ৫তারিখ দেশে ১টা আন্দোলন শুরু হয় কাদের মোল্লা সহ সকল রাজাকারের ফাসির দাবিতে.................. ১৪ তারিখ সাইদি সাহেবের রায় দেবার কথা ছিল............................. ঘটনা ১: আন্দোলনের ১০ দিনের মাথায় ১৫কোটি জনতা,মিডিয়া সবাই মিলে রাজাকারের ফাসির দাবি ভুলে গিয়ে জামাতের পিছনে লেগে পরলাম। কারন টা এরকম মনে হল যে ৪২ বছর রাজাকারের বিচার না হবার জন্য জামাত দায়ি। বিচারের দায়িত্ব যে সরকারের উপরে ছিল আমরা তাও ভুলে গেলাম................. ফলাফল: ২০দিন চলছে,কাদের মোল্লার রায় যা ছিল তাই আছে,সাইদির রায় এর কোন খবর নাই। সরকার খুশি জনতা জামাতের পিছনে লাগছে...আর জামাত খুশি তাদের নেতাদের বিচার কার্জ বন্ধ। ঘটনা ২: এবার আন্দোলনের ১৫ দিনের মাথায় ১৫কোটি জনতা,মিডিয়া সবাই মিলে রাজাকারের ফাসির দাবি ভুলে গিয়ে আস্তিক নাস্তিক ধর্ম নিয়া মহা তর্ক বিতর্ক আন্দোলনে নেমে গেলাম।

কেন জানাজা হল, হবেই যখন ইসলামি রীতিতে হলনা কেন, মসজিদ এ ককটেল হাতে কেন, নামাজের গালিচা কেন আগুনে পুরলো। বাঙ্গালীরা তর্ক করতে খুবই ভালবাসে........... ফলাফলঃ তর্ক বিতর্কের এক মুহুর্তে............... ইবনুলঃ তুই ত বেটা নাস্তিক........ সুমেলঃ তুই ত বেটা রাজাকার..... নতুন ২টা গালির আবির্ভাব আর আন্দোলনকারীরা ২ভাগে বিভক্ত। জামাত খুশি জনতা বিভক্ত সরকার খুশি জনতা রাজাকেরর ফাসির কথা ভুলে গেছে। আমার অনুধাবনঃ ১। কিছু দিন আগে ফেবু তে দেখলাম "আমরা বাংলা পরীক্ষার আগে বাংলা পড়ি, ইংরেজি পড়িনা" মহান বানী..........কিন্তু বাস্তব কথা হল গিয়া আমরা আসলে বাংলা পরীক্ষার আগে বাংলাও পড়িনা...............পরীক্ষার কথা ভাবতে ভাবতে ঘুমায় পরি,ঘুমের মাঝে সপ্ন দেখি।

তা না হলে রাজাকারের ফাসি চাইতে চাইতে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের কথা আসে কি করে!!!!!!!!!!!!! ২। আমাদের কে যেভাবে নাচানো হয় আমরা সেভাবেই নাচি,তর্ক করতে করতে শহীদ হয়ে যাই, মাঝখান দিয়া রাজনীতিবীদরা মজা নেয়। ইতিহাসের শিক্ষাঃ ১৯৫২,১৯৭১,১৯৮৯ সালে বাঙ্গালীরা দাবি আদায় পর্যন্ত আমরন আন্দোলন করে যায়। দাবি আদায় সম্ভব হয়েছিল আন্দোলনের ঐক্য ও লক্ষ ঠিক থাকবার কারনে। এই মুহুর্তে তাই দাবি হয়া উচিত ১টাই আর তা "রাজাকারের ফাসি চাই এবং রাজাকারের ফাসি চাই" courtesy: A B Siddique ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.