এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।
অনেক ত্যাগতিতিক্ষার পর স্ত্রীর চিকিৎসা উপলক্ষে আজ ঢাকা গমন সম্ভব হলো, সে উপলক্ষে বইমেলায় ঢুঁ মারা গেলো।
বইমেলায় যাবার আগে কিছু সিডি/ভিসিডি কিনলাম :
১।
এভাটার (বাসায় এসে দেখি এটা চলে না)
২। থ্রি ইডিয়টস
৩। আপ ইন দ্য এয়ার
৪। পা
৫। রঙ-২ (বাংলাদেশি ভিডিও মিউজিক)
৬।
এই পথ (বাংলাদেশি ভিডিও মিউজিক)
৭। ডিস্কো বান্দর (বাংলাদেশি ভিডিও মিউজিক)
৮। তোমার জন্য (বাংলাদেশি ভিডিও মিউজিক)
৯। ভালোবাসা অধরা - ন্যান্সি (বাংলাদেশি ভিডিও মিউজিক)
১০। আমাদের ছোট সাহেব (বাংলাদেশি ভিডিও মিউজিক)
১১।
প্রেম কুমারী-২ (বাংলাদেশি ভিডিও মিউজিক)
১২। দরিয়ার সাম্পানওয়ালা (বাংলাদেশি ভিডিও মিউজিক)
এগুলোর উপর কারো ব্যাপক নলেজ থাকলে প্লিজ শেয়ার করুন, জ্ঞান বাড়াই
বইমেলায় গিয়ে গুটিকয় বই কিনলাম :
১। নির্বাচিত মাহ্মুদ্ দার্বিশ্; ভূমিকা ও অনুবাদ হায়াৎ মামুদ
২। নোবেল ভাষণ রবীন্দ্রনাথ থেকে ক্লেজিও; ভূমিকা ও সম্পাদনা হায়াৎ মামুদ
৩। ভূমি ও কুসুম; সেলিনা হোসেন (বিশাল উপন্যাস ৪০০ পৃষ্ঠা, ৪৫০ টাকা)
৪।
যাযাবর; কাহ্লিল জিবরান; অনুবাদ চন্দন চৌধুরী
(উপরের গুলো ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে প্রকাশিত)
৫। কে ফোর্স এস ফোর্স জেড ফোর্স; মেজর রফিকুল ইসলাম, পিএসসি
বাঁধন পাবলিকেশন্স
আরও আছে : লাবিবের জন্য টম এন্ড জেরির একখানা কার্টুনের বই (আমার কেনা) এবং মজার মানুষ মিস্টার বিন (শাহনাজ গিফ্ট করেছে)
জাহিদ ও শাহনাজকে গিফ্ট করলাম আদিত্য অন্তরের কবিতার বই রোদ, পাখি ও বৃষ্টির ঘ্রাণ, আর সবুজ অঙ্গন। ওরা ভাবছিল সবুজ অঙ্গনের সব কবিতা আমার লেখা কয়েকটা কবিতা পড়ে নিশ্চিত হয়ে বললো, নাহ্, কবিতার মান দেখেই বোঝা গেলো এগুলো তোর লেখা না
শাহনাজ আমাকে একটা কবিতার বই গিফ্ট করেছে। আমার হাত খালি ছিল না বলে ওর ভ্যানিটি ব্যাগে রেখেছিল; আসার সময় ব্যাগ থেকে বের করে দেয় নি- কিপ্টে কাকে বলে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।