সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
আমি কি চিনি তাকে
অন্তর গহনে কার ছবি আঁকি
আমি কি চিনি তাকে
কে যেনো হাসে হৃদয় মুকুরে
নিরবে যে শুধু ডাকে
দিন রাত যার স্মরনে কাটে
সে কেযে আমার হয়
ফুল হারে তাকে বরন ইচ্ছে
বারেবারে মন লয়
মৃদুলা হাওয়া রয়ে রয়ে বয়
ঝরে ফুল মঞ্জরি
খুশবো সে কার মত্ত করেছে
অনুভুতি টুক জুড়ি
কোনদেশে তার বসত কে জানে
হৃদয়ে বেঁধেছে ঘর
প্রতি মুহুর্তে অনুভবে সে আছে
তবু যে কতোটা পর
যে সূর হৃদয় উতলা করেছে
ব্যাকুল করেছে প্রাণ
সে বাঁশি বাজে কোন বনতলে
কতোদুরে সে স্থান
এই পথ ধরে আসবে কি কভু
জানেনা উদাস মন
পথপানে চেয়ে কাটবে যে তার
প্রতিক্ষায় প্রতিক্ষন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।