চট্টগ্রামে অনুষ্ঠিত ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের যৌথ মতবিনিময় সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে তোপের মুখে পড়েন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার এ কে গোস্বামী। পরে তার পক্ষে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চান আসাম রাজ্যের শিল্প ও বিদ্যুৎ মন্ত্রী পি বরদলই। আজ দুপুরে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ মিলনায়তনে ভারতের নর্থ-ইস্টার্ন
রাজ্যসমূহের মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে চিটাগাং চেম্বারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় চট্টগ্রামের ব্যবসায়ীরা ভারতের ভিসা প্রাপ্তিতে জটিলতার বিষয় তুলে ধরলে জবাবে ভারতের সহকারী হাই কমিশনার এ কে গোস্বামীবলেন, সবাই বঙ্গবন্ধুর মতো বক্তৃতাবাজি করলে হবে না। তার এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা।
চিটাগাং চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এমএ সালাম, ব্যবসায়ী আহসানুল হক চৌধুরীসহ সকল ব্যবসায়ী একযোগে গোস্বামীর আপত্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ করেন। এসময় সহকারী হাই কমিশনার আরো কিছু বলার চেষ্টা করলে সবাই তাকে থামিয়ে দেন। পরিস্থিতি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে আসাম রাজ্যের শিল্প ও বিদ্যুৎ মন্ত্রী পি বরদলই তার পক্ষে উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা এবং দুঃখ প্রকাশ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
মতবিনিময় সভায় ভারতের আসাম রাজ্যের মন্ত্রীরা দাবি করে বলেন, উলফার টপ লিডারশিপ বাংলাদেশে ছিল। বাংলাদেশের যেসব রাজনৈতিক নেতার সাথে তারা ৪/৫ হাজার কোটি টাকার ব্যবসা করেছেন সেই সব নেতারাই তাদের আশ্রয় দিয়েছেন।
এ জন্য আসামের মানুষের মাঝে ক্ষোভ রয়েছে।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।