ক্যানসার-ঝুঁকি কমাতে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি স্তনই অপসারণ করেছেন ব্র্যাড পিটের বর্তমান জীবনসঙ্গিনী অ্যাঞ্জেলিনা জোলি। জোলির এ বিষয়টি জেনে আবেগে কেঁদে ফেলেছিলেন ব্র্যাড পিটের সাবেক জীবনসঙ্গিনী জেনিফার অ্যানিস্টন। এক নারীর দুঃখ সম্ভবত আরেকজন নারীই সবচেয়ে ভালো বুঝতে পারেন।
একটা সময়ে অ্যানিস্টনকে ছেড়ে জোলির কাছে নিজেকে সঁপেছিলেন ব্র্যাড পিট। সাবেক স্বামী পিটকে হারিয়ে বেদনায় মুষড়ে পড়েছিলেন অ্যানিস্টন।
পিটের অভাবে বহুদিন কেঁদে বুক ভাসিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে জোলির প্রতি আর বিন্দুমাত্র ক্ষোভও নেই তাঁর ভেতর। এখন তিনি জোলির সহমর্মী। অ্যানিস্টনের কাছের একটি সূত্রের বরাতে এমনটিই জানিয়েছে ফিমেলফার্স্ট ডটকম।
অ্যানিস্টন উপলব্ধি করেছেন, পরিবারের সবাইকে ছেড়ে মৃত্যুর কাছে হার মানতে চান না বলেই এমন সাহসী পদক্ষেপ নিয়েছেন জোলি।
পিট এবং ছয় সন্তানের প্রতি জোলির এমন নিখাদ ভালোবাসায় মুগ্ধ অ্যানিস্টন। তাঁদের পারিবারিক বন্ধনের দৃঢ়তা ও নির্ভরতা দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছেন তিনি।
অনেক দিন থেকেই স্তন ক্যানসার সচেতনতায় বিভিন্ন প্রচারণার সঙ্গে যুক্ত আছেন জেনিফার অ্যানিস্টন। তাঁর কয়েকজন কাছের বন্ধুও এই রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁদেরকে খুব কাছ থেকে দেখার সুযোগ তিনি পেয়েছেন।
একজন নারী হিসেবে অ্যানিস্টন খুব ভালো করেই বুঝতে পারছেন, কঠিন এ সিদ্ধান্ত নিতে জোলিকে কতটা ভয়ংকর অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
প্রসঙ্গত, ক্যানসারে আক্রান্ত হয়ে ২০০৭ সালে মাত্র ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন জোলির মা ও মার্কিন অভিনেত্রী মার্শেলাইন বারট্র্যান্ড। মায়ের কাছ থেকে ‘বিআরসিএওয়ান’ নামের ত্রুটিযুক্ত জিন পেয়েছিলেন জোলি। এই জিনের প্রভাবে ডিম্বাশয় কিংবা স্তন ক্যানসারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। জোলির ক্ষেত্রেও তেমন ঝুঁকি ধরা পড়ায় বিশেষজ্ঞদের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে দুটি স্তন অপসারণ করেছেন তিনি।
এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ সম্পর্কে জোলি জানিয়েছিলেন, অস্ত্রোপচারের মাধ্যমে স্তন কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়াটা তাঁর জন্য মোটেও সহজ ছিল না। তার পরও খুশি মনেই তিনি সেটা করেছেন। কারণ মায়ের মতো অল্প বয়সে মারা না গিয়ে নিজের সন্তানদের জন্য বেঁচে থাকতে চান তিনি। মূলত এই আকাঙ্ক্ষা থেকেই উভয় স্তন অপসারণের মতো সাহসী সিদ্ধান্ত নেন তিনি। জীবনসঙ্গী ব্র্যাড পিট এই পুরোটা সময় তাঁর পাশে থেকে সমর্থন জুগিয়ে গেছেন বলেও জানিয়েছেন জোলি।
তিন মাস ধরে চলা জোলির এ জটিল অস্ত্রোপচার-প্রক্রিয়া শেষ হয়েছে গত এপ্রিলে। অস্ত্রোপচারের পর তাঁর স্তন ক্যানসারের ঝুঁকি ৮৭ শতাংশ থেকে কমে মাত্র ৫ শতাংশে নেমে এসেছে। কিন্তু এখনো ৫০ শতাংশ ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাঁর। এই ঝুঁকির মাত্রা কমাতে এবার অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বাশয় অপসারণের পরিকল্পনা করেছেন ৩৭ বছর বয়সী এ তারকা অভিনেত্রী ও নির্মাতা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।