আমাদের কথা খুঁজে নিন

   

জোলির নতুন ট্যাটু

হ্যালো! ম্যাগাজিন জানিয়েছে, কিছু আরবি শব্দ লেখা নতুন একটি ট্যাটু দেখা গেছে জোলির ডান হাতে। নতুন এই ট্যাটু ছাড়া আরও ১৭টি ট্যাটু রয়েছে জোলির শরীরে।

নিজের শরীরে আঁকা ট্যাটুগুলো সম্পর্কে এর আগে একটি সাক্ষাৎকারে জোলি বলেন, “আমি এগুলো খুবই ভালোবাসি। ট্যাটু একটি শিল্প। যারা সারাজীবন অন্যের ত্বকে ট্যাটু এঁকে যান, তারা যখন এটাকে নিজের শিল্পকর্ম বলে চিহ্নিত করেন সেটা মোটেও অস্বাভাবিক কিছু নয়।

আমার মনে হয় তারা নিজেদের চিন্তাভাবনা অন্যের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। ”
নতুন সিনেমা ‘আনব্রোকেন’-এর কাজ শুরু করতে সম্প্রতি সিডনি গেছেন জোলি। এই ফাঁকে বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি।
এদিকে তার বাগদত্ত ব্র্যাড পিট রয়েছেন টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানে প্রদর্শিত হচ্ছে তার নতুন সিনেমা ‘টুয়েল্ভ ইয়ারস অফ স্লেইভ’।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.