আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর বিভিন্ন সড়কে যান চলাচল বাড়তে শুরু করেছে। দূর পাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
নগর বিএনপির কার্যালয়ের সামনের সড়ক কাজীর দেউড়ি থেকে নেভাল এভিনিউ পর্যন্ত বন্ধ করে রেখেছে পুলিশ। কার্যালয়ের সামনে সংগঠনটির নেতা-কর্মীরা অবস্থান করছেন। তবে জোটের শরীক অন্য দলগুলোর কার্যক্রম দেখা যাচ্ছে না।


বিএনপি কার্যালয়ের চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ওয়াসা মোড়ে একটি বাস ও একটি অটোরিকশা ভাংচুর করেছে হরতালকারীরা। এ সময় সেখানে একটি ককটেল বিষ্ফোরণের শব্দও শোনা যায়।  
নগরীর ব্যাংক বীমা ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে, তৈরি পোশাক কারখানাগুলোতেও নিয়মিত কাজ চলছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) তারেক আহামদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে নগরীর কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

যানচলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।  
তিনি বলেন, কয়েকটি স্থানে হরতালকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সেখান থেকে তাদের সড়িয়ে দেয়।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.