আমি চলছি পথ একা,আমি চলব পথ চলব। যেথা মৃত্যু বিভীষিকা অবিরাম............বিপদ সংকুল পথ.........
আমার আশে পাশে অনেক প্রিয় মানুষ । সবাই তারা যার যার অবস্থানে উজ্জল। তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। তাদের কারও কর্ীতিতে আপ্লুত আমি ।
মাঝে মাঝে কষ্টও পাই । যদিও তা প্রকাশ কার না। বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে তাদের সাথে পরিচয় । তাদের অনেকের কাছে আমি অনেক কারনেই ঋনী । অনেককেই আমি আমার দুঃসময়ে কাছে পেয়েছি বন্ধুর মত।
শান্তনাও পেয়েছি শত। আবার কখনো ভীষন দুঃখ নিয়ে ফিরেছি। তারপরও তাদের প্রতি আমার কোন অভিযোগ নেই। আছে দোয়া ও ভালবাসা । কারন তারা আমার প্রিয় মানুষ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।