প্রিয় ঋতু ক্লিষ্ট যন্ত্রণা কাতর মানুষেরা প্রিয় দুঃখী ভাবনাকাতুর মানুষেরা একবিংশ শতাব্দীর এই সময়টায় তোমাদের জন্য বাসন্তি শুভেচ্ছা । তোমারা হয়ত রয়ে যাবে যোজন যোজন বছর ধরে! এমন কি যোগাযোগ হয়ে উঠতে পারে নক্ষত্রে নক্ষত্রে! কিন্তু আণবিক আঘতে জলে স্থলে মহাশুন্নে পেট্রোল, কোয়েল, অর্থনীতিতে যে ধংশ ভোগ বীভৎসতা চলছে তা তোমার দশ মিলিয়ন বছরের প্রাণের উৎসবকে থামিয়ে দিতে পারে এখুনি, এই মুহূর্তে! হে ঋতু ক্লিষ্ট দুঃখী মানুষেরা তোমারদের সুমতি হোক ! তোমরা যেন এইভাবে প্রজাপতি পাখিদের সাথে নিয়ে ভালবাসা-বাসি হাতে হাত রেখে টিকে থাক আর কয়েক আলোকবর্ষ বছর! তখনও ঝড় উঠুক চায়ের কাপে সন্ধায় তখনও প্রেম যেন হয় গোলাপে। কিন্তু নাগরিক যন্ত্রণা কাতুর গুনিতক হারে বেড়ে চলা ক্রুদ্ধ মানুষেরা, অপার সম্ভাবনাময় প্রাণের এই শুভ যাত্রা থমকে পড়তে পারে! তোমার ভোগে পোড়া উত্থিত মিথেন কার্বন বিস্ফোরণে। এই দায় তোমার আমার পুঁজিবাদের এইদায় বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের এই দায় লোভী মানুষের। তাই আস হাতে হাত রাখি আরো কয়েক আলোকবর্ষ সময় মানুষকে টেনে নিয়ে যেতে আস প্রতিজ্ঞা বদ্ধ হই! সংযত করি নিজেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।