আমাদের কথা খুঁজে নিন

   

নজরুল কবিতার শৈলী: যেজন্যে তথাকথিত সুশীলদের কাছে নজরুল এতটা অবহেলিত



তাওহীদের হায় এ চির সেবক ভুলিয়া গিয়াছো সে তাকবীর দূর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়া লুটাও শীর ওদের যেমন রাম নারায়ণ মোদের তেমন মানিক পীর ওদের চাউল ও কলার সাথে মিশিয়া গিয়াছে মোদের ক্ষীর ওদের শিব ও শিবানির সাথে আলী ফাতেমার মিতালী বেশ হাসানরে করিয়াছি কার্তীক আর হোসেনরে করিয়াছি গজ গনেশ বিশ্ব যখন এগিয়ে চলেছে মোরা আছি বসে বিবি তালাকের ফতওয়া খুজেছি কোরান হাদীছ চষে হানাফী শাফেয়ী মালেকী হাম্বলী মিটেনি তখনও গোল এমনি সময় আজরাইল এসে হাকিলো, তলপি তোল বাহীরের দিকে যত মরিয়াছি ভীতরের দিকে তত গুনতিতে মোরা বাড়িয়া চলেছি গরু ছাগলের মত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।