আমাদের কথা খুঁজে নিন

   

কাজী নজরুল মুর্খ আামরা শিক্ষিত আধূনিক জাতি । নজরুল তাই আমাদের কাছে অযাচিত ..

কয়েকদিন আগে ঘুমাতে ঘুমাতে ভাবলাম আরে নজরুলতো এস এসসি পাশও করতে পারেনি ,আর আমিতো... এ দিক থেকে নজরুল থেকে অনেক এগিয়ে আমি , তাই তার ছবি আমার কাছে নেই . আসলে একটা অশিক্ষিত মানুষের ছবি আমাদের মত শিক্ষিত মানুষদের কাছে না থাকাটাই স্বাভাবিক , ২৫মে দু:খুর জন্মদিন ।খোদারইবা কেমন বিচার ওকে কেনইবা বাঙ্গালি করে পাঠাল , আর কেনইবা পাঠাল একটি মুসলিম ঘড়ে । মুসলমান হওয়ার অপরাধে সারাজীবন সাম্যের গান গেয়েও অসাম্প্রদায়িক হতে পারলেন না নুরু । বৃটিশ , ভারতী , পাকিস্তানি, বাংলাদেশী সবার বন্চনা , অবঙ্গা আর নির্যাতনের শিকার একটি মানুষ ।আর সন্চিতা পড়ে দেখবেন নাকি আপনারা , তার মানুষ, সাম্যবাদী কবিতাগুলো হয়না আবৃত । অপরাধ কি শুধু মুসলিম পিতার ঘড়ে জন্ম নেয়া ? আজব জাতের শিক্ষিত আমরা ... গাহি সাম্যের গান ... যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান / যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম ক্রীশ্চান ... গাহি সাম্যের গান । বাংলা সাহিত্যের আর কোন্ নাগর জাত পাতের উর্ধ্বে উঠে এমন মহানুভবতার আার অসাম্প্রদায়িকতার পরিচয় দিতে পেরেছে জানেন নাকি আপনারা ? নুরুর জন্য দু:খ হয় , বুকে কষ্ট হয় ভাবি এত বন্চনা শুধু কেন একটি মানুষের জীবনে । মরার পরেও শান্তি পেলনা সে , তবে বেঁচে আছে যুগ যগান্তের স্বাধীনচেতা , সত্যবাদী , সংগ্রামী , সাহসী , আর আপসহীন মানুষদের প্রেরনার বাতিঘর হয়ে । যত দিন স্বাধীনতা শব্দটি থাকবে তত দিন কদল তরুন নজরুলের আদর্শে লড়াই চালিয়ে যাবে মুক্তির লড়াই , সমক্ষেপাটে নজরুল থাকবে ... নজরুল রয়ে যাবে মাটি ও মানুষের হৃদয়ে ... এতার লড়াই , ন্যায় প্রতিষ্ঠার লড়াই , বারে বারে তারা ঘোষনা করবে ...মহা-বিদ্রোহী রনক্লান্ত,/ আমি সেই দিন হব শান্ত / যবে উৎপীরিতের ক্রন্দনরোল আকাশে বাতাসে ধ্বনিবেনা / অত্যাচারীর খর্গ কৃপান ভীম রন-ভূমে রনিবেনা - বিদ্রোহী রন-ক্লান্ত / আমি সেই দিন হব শান্ত ... তোমরা যোবা যারা সংগ্রামী তবে চল আজ একসাথে লড়াইয়ে নামি ... দূর লক্ষ্যের পানে এগিয়ে যাই ... চল হে চল নজরুলের বিদ্রোহীরা চল তবে আজ ... সম্মুখ যুদ্ধে সাম্য প্রতিষ্ঠার লড়াইয়ে চল ... চল তবে আজ... fb id-sarouj mahady send request plz

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.