মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
বাংলাদেশকে দূর থেকে সুদূরে পৌছাতে যে মাধ্যমটি কাজ করছে, তা হচ্ছে ভাষা। আর এ ভাষা অনলাইনে প্রকাশ করতে আমরা ব্যবহার করছি ইউনিকোড ফণ্ট সিসস্টেম। কিন্তু অনেকেই এ ফন্ট সম্পর্কে না জানার কারনে পিছিয়ে যাচ্ছে। মনে করছে অনেক ঝামেলা বুঝি। তাছাড়া এমন কিছু সৃজনশীল রাইটার আছেন, যারা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের লেখা গুলো পূর্বেই টাইপ করে রেখেছেন।
যেহেতু পুরোনো দিনের কথা, তাই যারাই টাইপ করে রেখেছেন এর মধ্যে বেশির ভাগই বিজয় ২০০০ বা এর উপরের ভার্সনগুলো দিয়ে কাজ করেছেন। কিন্তু ব্লগে পোস্ট করতে গেলে তো আপনাকে ইউনিকোড ফন্ট করে দিতে হবে। নতুবা আপনার পোস্ট অনলাইনে বোঝা যাবে না। এ সমস্যায় যারা আছেন, তাদের জন্য আমার এ পোস্টটি। আপনি পুরোনো বিজয় ২০০০ বা এর উপরের ভার্সনগুলোতে টাইপ করা যে কোন পোস্টকে আপনি নতুন করে টাইপ না করেই ইউনিকোডে পোস্ট করতে পারেন।
সফটওয়্যারটি হচ্ছে অভ্র কনভার্টার। এ জন্য প্রথমে আপনাকে এ লিংক http://www.omicronlab.com থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। এর উপর ইন্সটল করে চালু করুন সফটওয়্যারটি। আপনি কিভাবে আপনার পোস্টটি কনভার্ট করতে চান। যদি পেস্ট করে করতে চান, তাহলে পেস্ট অপশন সিলেক্ট করুন অথবা সরাসরি কোন ওয়ার্ড ডকুমেন্ট কে চালু করেই আপনি কনভার্ট করতে পারেন।
তাছাড় সফটওয়্যারটিতে তেমন কোন ঝামেলা নেই। আপনারা ইন্সটল করলে বুঝতে পারবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।