আমাদের কথা খুঁজে নিন

   

স্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি ই-বর্জ্য

Yeas I Went Beautiful Bangladesh

বিপুল পরিমাণ ব্যবহূত ইলেকট্রনিকস পণ্যের ব্যবহার শেষে জমিয়ে রাখার ব্যাপারটি উন্নত বিশ্বের দেশগুলোর জন্য সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সম্প্রতি এ বিষয়ে জাতিসংঘের এক প্রতিবেদনে বিস্তারিত বলা হয়। ১১টি দেশের ওপর চালিত এক জরিপে দেখা গেছে, ২০২০ সালের মধ্যে ভারতে ৫০০ শতাংশ পুরোনো কম্পিউটার জমা হবে। জমতে থাকা এসব পুরোনো ইলেকট্রনিকস পণ্য মানুষের স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর। প্রতিবেদনে আরও বলা হয়, ই-বর্জ্য বাড়ার এ হার প্রতিবছরে প্রায় চার কোটি টন! তবে কিছু দেশ এ ধরনের পুরোনো ব্যবহূত পণ্য ব্যবহার করে নতুনভাবে পণ্য তৈরির কাজটি করছে।

বিশ্বব্যাপী মোবাইল ফোন ও কম্পিউটার তৈরির ক্ষেত্রে ব্যবহূত হয় সিলভার, সিলিকন, তেজস্ক্রিয় পদার্থসহ নানা ধরনের রাসায়নিক পণ্য। এসব পণ্য ব্যবহারের পর যখন অব্যবহূত অবস্থায় পড়ে থাকে, তখন তা পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক অ্যাসিম স্টেইনার বলেন, ই-বর্জ্যের এ অবস্থা চীনে তেমন গুরুতর সমস্যা না হলেও ভারত, ব্রাজিল, মেক্সিকোসহ বেশ কিছু দেশে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য বিরাট হুমকি। তবে এর মধ্যে যেসব জায়গায় ই-বর্জ্যের পণ্য পুনরায় ব্যবহারের কাজ চলছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারতের বেঙ্গালুরু। এ পথে যাওয়ার জন্য পরীক্ষামূলকভাবে কাজ করতে পারে ব্রাজিল, কলম্বিয়া, মেক্সিকো, মরক্কো ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।