আমাদের কথা খুঁজে নিন

   

স্বাস্থ্য কাহাকে বলে?

ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ...

চিকিৎসক বন্ধুরা রাগ করবেন না। আর এটাও ভাববেন না, স্বাস্থ্য, যেটাকে আপনারা নিজেদের পেশাগত পৈত্রিক সম্পত্তি ভেবে থাকেন, সেখানে আমার ভাগ বসানর বাসনা আছে। আমি জানি, সামাজিক ও রাজনৈতিক যে জাল আপনারা বিছিয়ে রেখেছেন সেটা ভেদ করে গরিব রোগীরা যেমন আপনাদের নাগাল পায়না, তেমন পাবনা আমিও। শুধু স্মরণ করিয়ে দিতে চাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বজন স্বীকৃত ও সর্বমহলে সমাদৃত স্বাস্থ্যের সংজ্ঞা: Health is a state of complete physical, mental and social well being and not merely an absence of disease or infirmity. সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা দেখি: Physical সু্স্থতায় চিকিৎসকের আংশিক ভূমিকা আছে, আর মানসিক সুস্থতার ক্ষেত্রেও কিছুটা (যদি মানসিক রোগী চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলেই কেবল)। কিন্তু স্বাস্থ্যের যে বিরাট অংশ আমাদের সামাজিক জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে সেখানে ডাক্তারের ভূমিকা কোথায়? আজ এ কথা সর্বজন স্বীকৃত যে, আমাদের বেশিরভাগ ব্যাধির মূল প্রোথিত আছে আমাদের সামাজিক অভ্যাস, বিশ্বাস, আচারাদি এবং শিক্ষার ওপর। আর এক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব বর্তায় সমাজ বিজ্ঞানী, শিক্ষক, গবেষক, রাজনীতিবিদ সহ সমাজের নানাবিধ পেশাজীবিদের ওপর। সবাই যদি নিজ নিজ স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্য কর্তব্য সম্পর্কে সচেতন হয়, তাহলেই কেবল ডাক্তারদের এক তরফা আধিপত্য থেকে মুক্তি পেতে পারে আপামর জনসাধারণ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।