আমাদের কথা খুঁজে নিন

   

আত্মবিশ্বাস সৌন্দর্যের সোপান


আত্মবিশ্বাস থাকাটা অত্যন্ত গুরুত্বপূরণ। একজন আত্মবিশ্বাসী মানুষ খুব সহজে নিজের সমস্যা কাটিয়ে উঠতে পারেন। এখানে নিজেকে আত্মবিশ্বাসী করে তোলার সহায়ক কিছু উপায় জানানো হল-  নিজেকে বলুন যে আপনিই সেরা । আর কিছু দিনের মধ্যেই আপনার মন এটা বিশ্বাস করতে শুরু করবে,এবং আর এই বিশ্বাসকে বাস্তব দিতে আপনার মস্তিষ্ক কাজ শুরু করে দিবে।  বন্ধুত্ব করুন সবার সঙ্গে।

এদের মধ্যে কেউ কেউ সারাজীবনের বন্ধু হয়ে থাকবে। কখনও কি কোন আত্মবিশ্বাসী মানুষ দেখেছেন যে জনপ্রিয় নয়।  মুখে হাসি ধরে রাখুন সবসময়। এটা আপনাকে সব প্রতিকূল অবস্থাকে সামাল দিতে সাহায্য করবে।  পোশাকের প্রতি নজর দিন ।

কারণ আগে দর্শনধারী পড়ে গুনবিচারী । বাজারের দামী পোশাক না পড়েও আপনি আত্মবিশ্বাস ফুটিয়ে তুলতে পারবেন আপনার পোশাকের মাধ্যমে। ময়লা ও ইস্ত্রিবিহীন পোশাক পরে বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।  কোন সেবামূলক কাজে যোগদান করুন অবশ্যই আপনার পছন্দমতো। নিজেকে এমনভাবে তৈরী করুন যাতে অন্যের বিপদে এগিয়ে আসতে পারেন।

 যদি কোন সফল ও আত্মবিশ্বাসী মানুষের সঙ্গে পরিচয় হয় আপনার, তাকে আপনার আদর্শ বানিয়ে নিন এবং অনুসরণ করুন।  কাজে ঝুঁকি নিতে কখনও পিছপা হবেন না। প্রথমেই যে আপনাকে সফলতা পেতে হবে এমন কোন কথা নেই। চ্যালেঞ্জ গ্রহণ করুন যে আপনাকে পারতেই হবে। দেখবেন সাফল্য আপনি পেয়ে গেছেন।

চলার পথে অনেকবার পা পিছলে পড়ে যেতে পারেন লোকে হাসতে পারে আপনি উঠে দাড়ান কারণ আপনি সেরাদের একজন।  জ্ঞানের পরিসীমাকে বাড়ান সা¤প্রতিক ঘটনাগুলোর প্রতি গুরুত্ব দিন। এটা আপনাকে সহায়তা করবে অনুষ্ঠানে আড্ডার মধ্যমণি হতে।  আপনার ইগো কি আপনাকে প্রায়ই আপনাকে বিরক্ত করে? যদি করে তাহলে মুছে ফেলুন মন থেকে। তারপর সেজেগুঁজে বেড়াতে যান বন্ধুদের সাথে।

 সন্তুষ্ট থাকুন নিজের ওপর। ভালবাসুন নিজেকে। নিজের হাসি ,ঝলমলে চুল চোখকে । অন্যরা আপনাকে ভালবাসতে বাধ্য হবে ।  আপনার মধুর স্মৃতিগুলো স্মরণ করুন অবসরে ।

একান্ত প্রিয় স্বপ্নকে সত্যি হতে দেখুন আপনার কল্পনায়। একদিন দেখবেন তা বাস্তবেই ঘটেছে। আজকের পৃথিবীতে যা কিছু দেখছি তার সব কিছু কারো না কারো কল্পনার বাস্তব রূপ। বিশ্বাসীরাই বিজয়ী হয় অতএব নিজের প্রতি পরিপূরণ বিশ্বাস রাখুন । আর এ বিশ্বাসই আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।