প্রতিদিন সকালে দেরি করে ওঠা আমার অভ্যাস। সাধারনত সকাল ৯.৩০ এর আগে ওঠা হয়না। পরিখা শেষ এখন শুধু result এর অপেখা। গত পাচঁ বছর সকালে ওঠা স্যারের কাছে পড়তে যাওয়া নাহয় class আছে। পড়া শুনা আর ভালো লাগেনা ।
সকালে দেরি করে ওঠা আমার অভ্যাস life ব্যস্ততা ভালো লাগেনা, আমি খুব অলস। সকাল বেলা উঠতে দেরি হলে আম্মু বকাঝকা শুরু করে। তবে ইদানিং মনে হয় এটা বকাঝকা নয়, সে আমার আগামী ভবিষ্যৎ বয়ান করতে থাকে। যেন আমার ভবিষ্যৎ বইয়ের পাতার মত তার চোখের সামনে ভাসতে থাকে আর সে তাই পড়তে থাকে। মন্দ নয়।
সে আমায় খুব ভালোবাসে। আমি খুব ভাগ্যবান। সকাল বেলা মায়ের গলার আওয়াজ শুনে ঘুম ভােঙ্গ, এরকম কপাল কত জনের হতে পারে? I love her very much।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।