মানবতাই ধর্ম !
বিপ্লবির রক্ত আজ আমার দেহে ,
দেখব ওদের শক্তি কত বাহুতে জমা।
চিত্কার আর বিপ্লব দিয়ে ঘুম ভাঙ্গাবো
অত্যাচারীদের হবেনা কখনো ক্ষমা।
স্বপ্ন শুধু স্বপ্নই রবে না,
স্বপ্ন পূরণ সম্ভব,প্রকাশ করবে সম্ভাবনা।
মোমের আলো থেকে তাপ নেয়ার শক্তি রয়েছে
করোনা অবহেলা।
সম্ভব দূর্গম পথ পাড়ি দেয়া,
আর বিশালতাকে জয় করা,
বিপ্লবের স্লোগান গেয়ে
পথে বেরিয়ে পড়া।
সােয়ম,
বিবিএ ,শাবিপ্রবি, সিলেট।
২২/০২/২০১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।