আমাদের কথা খুঁজে নিন

   

এবারই ‘শেষ’ বিপ্লবের

অনেক হয়েছে। আর কত! জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গোলমুখের অতন্দ্র প্রহরী বিপ্লব ভট্টাচার্য এ বছরই বিদায় জানাবেন জাতীয় দলকে। সেই ১৯৯৬ সাল থেকে জাতীয় দলে। এককালের সতীর্থরা প্রায় সবাই বিদায় নিয়েছেন ফুটবল থেকে। কিন্তু চিরতরুণ বিপ্লব এখনো খেলে চলেছেন ফিটনেস ধরে রেখে।

তরুণদের সঙ্গে কঠিন প্রশিক্ষণের ধাপ পেরিয়ে তিনি এখনো জাতীয় দলে। ব্যাপারটা আর যা-ই হোক, এ দেশের প্রেক্ষাপটে এক বড় ঘটনাই।
সেই বিপ্লবই জানিয়েছেন, এটাই তাঁর শেষ সাফ চ্যাম্পিয়নশিপ। ১৯৯৭ সালে এই কাঠমান্ডুতে অনুষ্ঠিত দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলে ছিলেন। এবার ২০১৩ সালে এসে যেন এক চক্র পূরণ করতে চলেছেন।

প্রথম আলো ডটকমকে বিপ্লব বলেন, ‘এবারের সাফে দেশকে চ্যাম্পিয়ন দেখতে পারলে দারুণ তৃপ্তি নিয়েই বিদায় নিতে পারব। ২০১৩ সালই জাতীয় দলের হয়ে আমার শেষ বছর। ’
পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের একজন এই বিপ্লব। তাঁর তৃপ্তি, দীর্ঘদিন খেলে যেতে পারা; দীর্ঘদিন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর। কোনো অতৃপ্তি নেই, ক্ষোভ নেই; তরুণদের জায়গা ছেড়ে দিতেই তিনি সরে দাঁড়াতে চাইছেন।

দেশের মাটিতে একটি আন্তর্জাতিক ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে ‘বিদায়’ বলবেন তিনি। সম্মানের সঙ্গে বিদায় নিতে পারার তৃপ্তিটা পুরোপুরিই উপভোগ করতে চান। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।