Everything in the world has an expirary date, even relationship.
আমি একজন হার্ডকোর ফেসবুক ইউজার। আর কোনো ভূমিকা না করে গল্প শুরু করি ............
একদিন ফেসবুকে ঘাটাঘাটি করতে করতে দেখলাম যে 'আফ্রোদিতি' নামের একজন নারী() একটা নোট লিখেছে যার নাম 'যাত্রাভঙ্গ'। খুব ভাল লাগলো নোট-টা পড়ে। নোট-এ লেখা ছিল,
"তবুও যদি বলিস তুই যাই...
দেখবি তোর সমুখে পথ নাই...
তখন আমি একটু ছোঁব...
হাত বাড়িয়ে জড়াবো তোর...
বিদায় দুটি পায়ে..." [ Saturday, 02 January 2010 at 07:24]
আমি লুল() কমেন্ট করলাম ........
"চল, আকাশটাকে লিখি,
ছোট্ট একটা লেখা-লিখি,
তুই লিখবি শুরুটা, আর আমি লিখবো শেষ,
তুই আঁকবি মুখটা, আর আমি ছদ্দবেশ,
চল, আকাশটাকে আঁকি,
ছোট্ট একটা আঁকা-আঁকি ..." [02 January at 07:44]
আফ্রোদিতি-এর রিপ্লাই কমেন্ট ......
"একসাথে লিখা যায়,
বুদ্ধিটা-ও মন্দ নয়,
কিন্তু শুরুটা কেউ করে দিলে করবো আমি শেষ,
করবে কি কেউ শুরু? সেটাই হবে বেশ..." [29 January at 07:30]
আমার রিপ্লাই ......
"চল লাগাই দুটি পাখা আর হয়ে যাই পাখি,
চল, আজ আকাশটাকে আঁকি ..." [29 January at 16:05]
আফ্রোদিতি ......
"পাখা লাগিয়ে আকাশে আজ উড়বো মোরা,
টুকরো টুকরো স্বপ্নগুলো আজ লাগাবো জোরা,
চল, আজ লাগাই দুটি পাখা,
আজ শুধুই আকাশটাকে আঁকা ..." [07 February at 15:32]
অনেক উড়াউড়ি, আঁকাআঁকি হইছে ...... এইবার আমার দুঃখের() কথা লিখলাম,
"শিউলি পাতায় ছু্য়েছি শিশির, হাত বারিয়ে নিবো,
ধরতে গেলে যায় ঝরে যায়, কেমনে তোমায় দিবো,
হাত বারিয়ে থাকো তুমি, হাত বারিয়ে থাকো
আমার যত দুঃখ শিশির, তোমার কাছে রাখো..." [07 February at 16:59]
আফ্রোদিতির শ্বান্তনা .......
"দুঃখ শিশির, দুঃখ শিশির, ঝরে যেয় না,
নাহয়, তোমায় পাবার আশা, পুরন হবে না,
তোমায় আমি রাংগাবো আজ আমার স্বপ্ন-রংগে,
মুছে দিবো দুঃখগুলো আমার রোদ্রস্নানে ..." [08 February at 07:07]
তারপর, আমার হাহাকারের কথা শোনালাম আফ্রোদিতিকে ......
"ছোট্ট একটা শিশিরকণা, ছোট্ট একটা আশা,
ছোট্ট কিছু কথার মাঝে আমার ভালোবাসা,
ছোট্ট কিছু নিরবতাই আমার কোলাহল,
সুখের পরশ, দুঃখের আবেশ, আমার ছোট্ট জল ...
ছোট্ট নদী, বিশাল আকাশ, নদীর ছোট্ট ঢেউ,
ছোট্ট নায়ে একলা আমি, আমার নাইতো কেউ ..." [08 February at 07:15]
আফ্রোদিতি আমাকে জানালো অজানা কারো কথা ..........
"ও ছোট্ট নাও, বলছি তোমায়, নিয়ে চল তারে,
ছোট্ট ঢেউয়ে চড়ে, ছোট্ট নদীর অপর পাড়ে,
ঐ পাড়েতে থাকে না যেন, দু:খ শিশির কণা,
যদিও থাকে শুকিয়ে দিক তা - অচেনা একজনা,
দুঃখ-শিশিরকে ধুয়ে দিবে, মিষ্টি রোদের হাসি,
অচেনাজন হাঁটবে জীবনভর, তার পাশাপাশি..." [08 February at 12:51]
আমার স্বপ্নকথা জানালাম আমি আফ্রোদিতিকে
"ভাবছি আমি হঠাত কেউ, আমার কাছে এসে,
অনেক কথা বলছে আমায়, অনেক ভালবেসে,
বলছে সে আমায় তার, অনেক মনে পড়ে,
পায় সে কতো ব্যাথা আমায় রাখতে অগোচরে ...
শুনে আমার প্রাণ ভরে যায়, অগাধ সুখে ভাসি,
এখন আমি প্রায়-ই এমন, কল্পে পরবাসী ....." [08 February at 13:21]
মাঝখানে 'আরমান' নামের এক ছাগল বেরসিকের মতো কমেন্ট করে বসলো ...
"প্রজাপতি পাখনা,
জোরে জোরে ঢাকনা,
তরী ভেসে ধরো হাল,
এরপর কার চাল?
ভূল হলে ক্ষম মোরে,
কষে দিও কান ধরে,
তবু এই সুখ থেকে বঙ্চিত করোনা ..." [16 February at 18:43]
কিন্তু আফ্রোদিতি তার কথায় কান দিয়ে আমাকে জানালো যে, সে আসতে চায় আমার কল্পনার রাজ্যে ................
"কল্পলোকের রাজ্যে আমি করবো বিচরণ,
সেথা হতে সুখপাখিটা করবো যে হরণ,
ঘুমপি্য়াসি দুচোখ বুঝে, আছি আমি তাই,
কল্পলোকেই যাবো আমি, পথটা মনে নাই ..." [20 February at 13:03]
তারপর? তারপর, আমার কি হলো আমি জানি না। কেন যেন বার বার মনে হল, আমি এক নষ্ট ছেলে।
আমার জন্য তো আর কারো আকাশে বৃষ্টি ঝরে না। নষ্ট ছেলের কষ্ট থাক শুধু তার নিজের জন্য, একান্তই নিজের। শুধু আমার শূণ্যতাটুকু নিয়েই আমি বেঁচে থাকি ..... আমার মতো করে ...।
তাই আমার শেষ রিপ্লাই দিলাম আফ্রোদিতিকে ...........।
"তোমায় নিয়ে লিখবো না আর নতুন কোন কবিতা,
স্বপ্নরা সব তোমারই থাক, আর আমার শূণ্যতা .....।
ভালো থেকো ........" [20 February at 14:44]
তুমি ভাল থেক, আফ্রোদিতি .............
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।