আমাদের কথা খুঁজে নিন

   

রাজনীতিবিদদের ‘অর্থ পাচারের’ তথ্য দুদকে

কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামান মঙ্গলবার এক কর্মশালায় সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, “সব দলই আমার কাছে সমান। আওয়ামী লীগ, বিএনপি অন্যান্য দল, এমনকি এর বাইরের লোকদেরও বিদেশে টাকা রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ”
রূপসী বাংলা হোটেলে দুদক আয়োজিত ওই প্রশিক্ষণ কর্মশালায় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও বলেন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, লন্ডনে অনেক বাংলাদেশি রাজনীতিকদের পাচার করা অর্থ রয়েছে।
সাংবাদিকরা ওই রাজনীতিকদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, জাতিসংঘের ওই কনভেনশন অনুসারে তাদের পরিচয় আগেই প্রকাশ করা যাবে না।


তবে আওয়ামী লীগের কারো অর্থ পাচারের বিষয়ে কোনো তথ্য নিজের কাছে নেই বলে জানান মাহবুবে আলম।
বিদেশে অর্থ পাচার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি অভিযোগ করে আসছে। তার মধ্যেই দুদক তথ্য থাকার কথা জানাল।
অ্যাটর্নি জেনারেল জানান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থের দ্বিতীয় কিস্তি কয়েকদিন আগে এসেছে।
অর্থ পাচারের মামলায় কারাদণ্ডে দণ্ডিত আরাফাত পাঁচ বছর ধরে বিদেশে রয়েছেন।

তার অনুপস্থিতিতেই মামলার রায় হয়। তবে বিএনপির দাবি, ওই মামলা ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’।
‘মাল্টি এজেন্সি ট্রেইনিং প্রোগ্রাম অন এসেট রিকভারি’ শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় অ্যাটর্নি জেনারেল বলেন, জাতিসংঘের দুর্নীতি দমন বিষয়ক কনভেনশনে বাংলাদেশ সাক্ষর করেছে।
“এই কনভেনশন অনুসারে আমরা পারস্পরিক আইনি সহায়তার আওতায় তথ্য চাই। আমরা জানতে পারি, সিমেন্স কোকোকে ঘুষ দিয়েছে।

পাসপোর্ট জমা দিয়ে কোকো সিঙ্গাপুরে অ্যাকাউন্ট খোলেন। সেখানে দুটি কোম্পানিও খোলেন। ”
“এ সব তথ্যের ভিত্তিতে বাংলাদেশে আদালতে মামলা হয়। মামলায় রায় দিলে আমরা সেটার ভিত্তিতে টাকা ফেরতের জন্য সিঙ্গাপুরে আবেদন করি। সেটা সেখানে মঞ্জুর হওয়ার পর আমরা টাকা ফেরত পাই।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.