স্প্যানিশ লা লিগায় গতকাল শনিবার রাতে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আগের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে বার্সেলোনা।
লিগের শীর্ষে থাকা বার্সেলোনার ৩৩ ম্যাচে অর্জন ৮৫ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে রিয়াল মাদ্রিদের অর্জন ৭৪ পয়েন্ট। ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।
লিগে এখনো পাঁচটি করে ম্যাচ বাকি। তবে গতকালই লিগ শিরোপা পুনরুদ্ধারের আনন্দে মেতে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার। সে ক্ষেত্রে বার্সাকে তো জয় পেতে হতো, একই সঙ্গে হারতে হতো রিয়ালকে। তবে এই দুই শর্তের একটিও আলোর মুখ দেখেনি।
চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে বড় ব্যবধানে হেরেছে রিয়াল ও বার্সা।
গতকাল তাই দুই দলই অপেক্ষায় ছিল আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। রিয়াল হয়তো কিছুটা পেরেছে, তবে হতাশার বৃত্তেই আটকে রইল বার্সা।
রিয়ালের জয়টা অবশ্য এসেছে ‘ভাগ্যের জোরে’। কারণ দুই গোলের একটি এসেছে প্রতিপক্ষ খেলোয়াড়ের করা আত্মঘাতী গোলের সুবাদে। সেটি না হলে বার্সার মতো ড্র নিয়ে মাঠ ছাড়তে হতো রিয়ালকেও।
ম্যাচের মাত্র চার মিনিটে রাদামেল ফ্যালকাওয়ের গোলে এগিয়ে যায় রিয়াল। এর নয় মিনিট পর আত্মঘাতী গোল করে বসেন অ্যাটলেটিকোর মিডফিল্ডার হুয়ানফ্রান। ক্রিস্টিয়ানো রোনালদোহীন ম্যাচে সমতায় ফেরে রিয়াল। খেলার ৬৩ মিনিটে গোল করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। সেটাই শেষ পর্যন্ত রিয়ালের জয়সূচক গোল হয়ে থাকে।
বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচের কথা ভেবে জাভি-ইনিয়েস্তাকে বদলি তালিকায় রেখেছিলেন কোচ টিটো ভিলানোভা। পরে অবশ্য মাঠে নামান দুজনকেই। তবে এর আগেই একটি গোল খেয়ে বসে বার্সেলোনা। ৬৭ মিনিটে বার্সাকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় লিওনেল মেসি। এর দুই মিনিট পর মেসির পাশ থেকে বার্সাকে এগিয়ে দেন অ্যালেক্সিস সানচেজ।
খেলার ৯০ মিনিটে মিডফিল্ডার হ্যারেরার গোলে সমতায় ফেরে অ্যাথলেটিক বিলবাও। সূত্র: রয়টার্স। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।