আমাদের কথা খুঁজে নিন

   

জুভেন্টাসের মাঠে রিয়ালের ড্র

রেকর্ড নয়বারের চ্যাম্পিয়ন রিয়ালের পক্ষে দ্বিতীয়ার্ধে গোল দুটি করেন ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। স্বাগতিকদের গোল দুটি করেন আর্তুরো ভিদাল ও ফার্নান্দো লরেন্তে।
মাত্র ৮ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্পেনের সবচেয়ে সফল ক্লাব রিয়াল। বেলের ডান পায়ের জোরালো শট থেকে সে যাত্রা কোনোমতে দলকে রক্ষা করেন গোলরক্ষক জিয়ানলুইজি বুফ্ফন।
১২ মিনিটে চমৎকার একটি সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে।

পল পগবার তীব্র গতির শট আলভারো আরবেলোয়ার গায়ে লেগে জালের দিকে ছুটলে ঝাঁপিয়ে পড়ে সামাল দেন রিয়াল গোলরক্ষক ইকর ক্যাসিয়াস।
এরপর কিছুক্ষণ পর রোনালদোর জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় জুভেন্টাস।
কার্লোস তেভেসের ক্রস থেকে ফরাসি মিডফিল্ডার লরেন্তের হেড ঝাঁপিয়ে পড়ে ব্যর্থ করে দিয়ে আবার ত্রাতা রিয়াল অধিনায়ক ক্যাসিয়াস।
আক্রমণ পাল্টা আক্রমণে ভরা ম্যাচটিকে প্রথম গোল আসে ৪১ মিনিটে। ডি-বক্সে পগবাকে রাফায়েল ভারানে ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস যা থেকে দলকে এগিয়ে নেন চিলির স্ট্রাইকার ভিদাল।


দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ছয় মিনিটের মাথায় জুভেন্টাসের ডিফেন্ডার মার্টিন কাসেরাসের মারাত্মক ভুলে সমতা ফেরান রোনালদো। কাসেরাস মাঝমাঠ থেকে নিজেদের অর্ধে বল ভেরত পাঠালে তা ধরে ফেলেন করিম বেনজেমা। ফরাসি এই স্ট্রাইকারের পাস থেকে চলতি মৌসুমে প্রতিযোগিতায় সর্বোচ্চ অষ্টম গোলটি আদায় করে নিতে কোনো সমসা হয়নি রোনালদোর।
আট মিনিট পর বক্সের ঠিক বাইরে রোনালদোর ক্রস থেকে বল পেয়ে দারুণ নিচু শটে রিয়ালকে এগিয়ে দেন ওয়ালশ স্ট্রাইকার গ্যারেথ বেল।
পিছিয়ে পড়ার পর মরিয়া হয়ে উঠা জুভেন্টাস সমতা ফেরায় ৬৫ মিনিটে।

সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে লরেন্তের নিখুঁত হেড স্বাগতিকদের ১ পয়েন্ট নিশ্চিত করে।
জিতলে দুই ম্যাচ বাকি থাকতেই শেষ ষোল নিশ্চিত হয়ে যেত গ্রুপের একমাত্র অপরাজিত দল রিয়ালের। ৪ খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা।
অন্যদিকে ৪ খেলায় তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের তালানিতে জুভেন্টাস। তবে এখনো শেষ ষোলোর স্বপ্ন বেঁচে আছে তাদের।


গ্রুপের অন্য খেলায় দানিয়েল ব্রাতেনের পঞ্চম মিনিটের গোলে তুরস্কের গ্যালতাসারাইকে ১-০ গোলে হারিয়েছে এফসি কোপেনহেগেন। দুই দলের পয়েন্ট চার করে। হেরে গেলেও গোল পার্থক্যে এগিয়ে দুই নম্বরে আছে গ্যালতাসারাই। তাদের ঠিক পেছনেই কোপেনহেগেন।
২০ মিনিটে গালাতাসারাইয়ের ব্রুমার সমতা সূচক গোলটি বিতর্কিতভাবে অফসাইডের দায়ে বাতিল করে দেন রেফারি।

বিরতির আগে আলবার্ট রেইরার কর্নার থেকে ফেলিপে মেলোর হেড বারে লাগলে আবারো হতাশ হতে হয় রবার্তো মানচিনির দলকে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.