প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!!
বাঁশরিয়া আমি বাজাই বাঁশি মনের খেয়ালে
সুর আমার প্রতিফলিত তোমার মনের দেয়ালে
সুরে থাকে ভালোবাসা
আপন করে নেবার আশা
তুমি থাক ভাসা ভাসা
বুঝিনা এ কোন পিয়াসা
বাঁশরিয়া আমি বাজাই বাঁশি মনের খেয়ালে
সুর আমার প্রতিফলিত তোমার মনের দেয়ালে
তোমায় যদি পাইরে বন্ধু আপন করে নিজের মাঝে
থেমে যাবে সুর আমার সেইদিনের ই সেই সাঝে
চাইনা আমি সুরটা থামুক
দূর থেকে দেখব ও মুখ
দূরে থাক সেই ভাল
বাঁশি ই আমার জীবন আলো
বাঁশরিয়া আমি বাজাই বাঁশি মনের খেয়ালে
সুর আমার প্রতিফলিত তোমার মনের দেয়ালে
পুনশ্চঃ যদিও আমি মাঝে মাঝে কবতে লেখার চেষ্টা করি গান লেখার দুঃসাহশ কখোনোই ছিলনা তারপরো এটা গান ই। সকল ভুল মার্জনীয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।