আমাদের কথা খুঁজে নিন

   

নতুন প্রেমজোয়ারে বিপাশা

বেশ কিছুদিন কেরিয়ারটা খুব একটা ভাল যাচ্ছিল না হালের অভিনেত্রী বিপাশা বসুর। জন আব্রাহামের সঙ্গে প্রায় এক দশকের প্রেমে ভাটা পড়ায় অনেক দিন ধরেই হতাশায় ভুগছিলেন বলিউডের আলোচিত এ নায়িকা। নিজেই বলে বেড়াচ্ছিলেন, ‘কব তক ইস পেয়াসি জমিন পর বারিষ কি এক বুঁদ তক নেহি গিরি'!  সেই আক্ষেপের দিনটা বুঝি এবার কাটল। হতাশার মরুতে এক পশলা বৃষ্টি হয়ে হাজির হয়েছে হরমন বাওয়েজা। দীর্ঘদিনের সহকর্মী বন্ধুরা বলছেন, অতীত ফেলে বিপাশা এখন ভাসছেন নব প্রেমের জোয়ারে।

এদিকে হরমন বাওয়েজা নামটি শুনে অনেকেই ভ্রু কুচকে প্রশ্ন তুলছেন কে এই তরুন যার সান্নিধ্যে পরিতৃপ্তির ছোঁওয়া লেগেছে বঙ্গ-ললনার চোখে-মুখে? বিপাশা বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও শুভাকাঙ্খি-ভক্তরা ঠিকই খুঁজে নিয়েছেন বিপাশার এ নতুন প্রেমিককে। ইনি হলেন সেই 'হোয়াটস ইয়োর রাশি' ছবির হৃত্বিক রোশন-লুক অ্যালাইক ছেলেটি। পিগি চপসের সাবেক এ বয়ফ্রেন্ড পিগির ল্যাং খেয়ে বিপাশাকেই এখন আপন করে নিয়েছেন।

মাস দুয়েক হল দু'জনকে একসঙ্গে বিভিন্ন স্পটে অন্তরঙ্গ অবস্থায় দেখা যাচ্ছে। এই ক'দিন আগেও দু'জনে একসঙ্গে রোম্যান্টিক হলিডেও কাটিয়ে এলেন গোয়াতে।

গোয়ার সমুদ্র সৈকতে প্রেম করতে গিয়েই প্রথমবারের মতো ধরা পড়ে যান তাঁরা। শুধুই কি গোয়া? লস অ্যাঞ্জেলসেও হরমন-বিপাশাকে হাত ধরাধরি করে ঘুরতে দেখে ফেলেছিলেন বিপাশার ভারতীয় ফ্যানেরা। নতুন প্রেমে বঙ্গকন্যা এমনি মজেছেন যে, কোনও পার্টিতে প্রেমিকের নেমন্তন্ন না থাকলেও বগল-দাবা করে নিয়ে যাচ্ছেন তাঁকে।

তবে 'ফ্লপ হিরো' হরমনের সঙ্গে নিজেদের 'হিট' মেয়ের প্রেমালাপকে মোটেই ভাল চোখে দেখছেন না নায়িকার বাবা-মা। তাঁরা নাকি মেয়ের কান ভাঙানোর জন্য আজকাল জনের প্রশংসাও শুরু করেছেন।

এর চেয়ে নাকি জন অনেক অনেক ভাল ছিলেন। তবে মেয়ের কান ভাঙানো যে এত সহজ না, তা হাড়ে-হাড়ে টের পাচ্ছেন তারা। বাবা-মাকে বিপস সাফ বলে দিয়েছেন, 'হরমন ইজ অ্যা পার্ট অফ মাই লাইফ'!  এখন শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষা।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.