আমাদের কথা খুঁজে নিন

   

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে মডু..।

'কিছু মাতাল হাওয়ার দল... শুনে ঝড়ো সময়ের গান... এখানেই শুরু হোক রোজকার রূপকথা... / কিছু বিষাদ হোক পাখি... নগরীর নোনা ধরা দেয়ালে কাঁচ পোকা সারি সারি... নির্বান নির্বান ডেকে যায়...'

গত ১৭ তারীখ ব্লগার তানভীর চৌধূরী পিয়েল একটা পোস্ট দিয়েছিলেন। পোস্টের শিরোনামটি এরকম, " জাকির নায়েক সব জানেন!!" অনেক কমেন্ট আর সুন্দর আলোচনার মাধ্যমে পোস্ট টা বেশ তথ্যবহুল হয়ে উঠছিলো। কিন্তু হঠাৎ করে পোস্ট টা মুছে ফেলা হয়। যে পোস্ট টা ছিলো শুধুমাত্র একটি জিজ্ঞসা মূলক পোস্ট, যে পোস্টের বিষয়বস্তুতে কোন রকম উপসংহারে পোছানো হয়নি, সুন্দর আলোচনার মাধ্যমে যে পোস্ট টিতে অনেক বিষয়ে সংসয় দূর হওয়ার সূযোগ ছিলো, সেই পোস্ট টা হঠাৎ করে কেটে দেওয়ার আদৌ কি কোন যুক্তি আছে??? এর আগেও তানভীর চৌধূরী পিয়েলের আরেকটা পোস্ট ছিলো এরকম, "একটি সূরা ও কয়েকটি প্রশ্ন"। দুঃখজনক হলেও সত্য, তথ্যভূল এই নিরীহ পোস্ট টিও মডুদের কুনজরে পড়ে। ফলাফল সরূপ ঐ পোস্ট টিও মুছে ফেলা হয়। কিন্তু কেনো?? যে পোস্টগুলোতে আলোচনা, তর্ক, বিতর্কের মাধ্যমে সত্যটা বেরিয়ে আসছিলো সেগুলো কেটে দেওয়ার মানে কি? মাডারেশন ওয়ালা একটি ব্লগে আমরা এসেছি সুস্হ পরিবেশে নিজেদের মতামতকে প্রকাশ করতে, কেউ আমাদের গলা চেপে ধরুক এজন্য নয়। নাকি ধর্ম সম্পর্ক কিছুই বলা যাবেনা?? এরকম হলে সরাসরি ব্লাগারদের জানিয়ে দেয়াই মনে হয় ভালো হবে, আমরা নিশ্চিন্ত মনে ধর্মটাকে কিছু ধর্মান্ধ মানুষের হাতে তুলে দেবো। আর ধর্ম নিয়ে আলোচনা করার বদলে জাতিয় জীবনে ডিমের গুরত্ব নিয়ে পোস্টানো শুরু করবো। (পোস্ট টা মডুদের কুনজরে না পড়ার সম্ভবনা প্রায় শুন্য)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.