উন্মাদ খুলির পৃষ্ঠাগুলি
বাঁকা পথ ধরে হেঁটে এসে কাঠখোদাইয়ে স্থির হয়ে ঢেউ
ভাঙা দেখছে নির্জন নাগরিক তৃষ্ণা, দুধের কৌটো থেকে
লাফিয়ে নামছে অস্ট্রেলিয়ান গাভী,
খুব মন খারাপ করা
শহুরে ফ্লাটবন্দী শিশুটি হেসে উঠছে গাভী লাফানো দৃশ্যে।
কিন্ডারগার্টেন এর পাশে মায়েদের নখপালিশের রঙে
ভরে উঠছে বিপণিকেন্দ্রগুলো,
আমি দনোমনো রেড কাউয়ের কৌটো হতে একটু দূরে
তোমার পায়ের কাছে মুখবুজে শুয়ে
চোখ বন্ধ করে মাঝে মাঝেই শিশুদের মুখের টোলে
উড়ে যাচ্ছি।
আমার মায়ের আদরের ডালিম গাছে
তোমার আদল ফেটে যতই লুফে নিচ্ছে ফরসা ঝলক,
ততই অচেনা হয়ে উঠছে
শহরের তাবৎ বিজ্ঞাপন বোর্ড।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।