হাবু-বাবু দুই ভাই পথে পেলো মরা গাই হাবু বলে সাথে করে লইয়া যাই বাবু বলে না এইখানেই রাইখ্যা যাই। এই নিয়ে দুই ভাইয়ের শুরু হলো দ্বন্দ্ব এরপরে হাতাহাতি দেখো দেখি কি কাণ্ড! পাশ দিয়ে তখনি যাচ্ছিলেন মাস্টার মশাই দুই ভাইকে থামিয়ে বললেন কি হলো দেখো ছাই? রাস্তাঘাটে মারামারি করো আদব কায়দা যে নাই। এমন সময় পাশ দিয়ে যাচ্ছিলো এক ঘিওয়ালা ও এক ফেরিওয়ালা থেমে মাস্টার মশাই কে জিজ্ঞেস করিলো এরা কি আপনার দুই পোলা? প্রশ্ন শুনে মাস্টার মশাই তেলে বেগুনে জ্বলে উঠলেন, “আমার পোলা নয় ওরা” আপনারা কেন এখাণে থামলেন? ফেরিওয়ালা ফের বললো “আপনার যদি পোলা নয় তবে আপনি কেন ওদের ধমক দিলেন? কেনই বা আপনি ওদের মারামারি থামালেন?” ধীরে ধীরে সেথায় আরও পথচারী জড় হতে লাগিলো এরই ফাঁকে হাবু বাবু দুই ভাই দৌড়ে পালালো। কিছুদূর গিয়ে বাবু বলিলো “দেখেছো ভাই কী ঝামেলা লাগিলো?” হাবু হেসে বলিলো “ঝামেলাতো আমরা করিনি করেছে মরা গাভীটা - সকলে যাতে ভাগ পায় সকলে সেথায় মিলিছে দাবীও ঐ একটা। দেখিসনি টেলিভিশনে দুই দলে মারামারি করে এখানে, বিদেশী সাহেবরা সবসময় নজর রাখে বসে বসে ওখানে। আমাদের দেশ নিয়ে তাহাদের চিন্তার শেষ নাই মনেও শান্তি নাই কারন হলো আমাদের সব সম্পদে তাহাদেরও একটু ভাগ চাই একবার যদি পারে কোনভাবে মোদের ঝামেলায় নিজেদের জড়াতে তবেই তারা একদিন ছলেবলে পারবে আমাদের সম্পদ ভোগ করতে’’। এসব কথা শুনে হাবু “বলে থাম থাম আর বলিসনে ভাই আমরা ছোট মানুষ, এসব নিয়ে ভেবে কোন লাভ নাই বাড়ি চল তাড়াতাড়ি, বুজিয়াছি তোর কথা আমি সর্বশেষ এইখনে মরা গাভী নিয়ে টানাটানি আর ঐ খানেতে পুরোদেশ”।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।