আমাদের কথা খুঁজে নিন

   

চোখের জলে সিক্ত করি ঘুম



বারবার বিদায় দেয় তবু ফিরি বারে বারে গ্যাস ভর্তি বেলুনের মত তার হাওয়া ঘরে। বিছানা ও সে সেজেগুজে পাশাপাশি বসে থাকে এক টুকরো মায়া সে একান্ত আলগা করে রাখে। চোখের জলে সিক্ত হয় ঘুম ও সমস্ত রাত জল শুকিয়ে চর ভাসে ঘুম করে ধূলিসাৎ । শূন্য চর কাঁচ ভাঙ্গা রোদে পুড়ে শূন্য চর ধুলো হয়ে নিত্য মরে । আমরা আমাদের করুণা দেখাই পরস্পর কষ্টগুলো আমরা গিলে খাই, মুমূর্ষু ইচ্ছেগুলো বোতলে বন্দী করে আমি মুক্ত হই আর সে ঘুমিয়ে পড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.