আমাদের কথা খুঁজে নিন

   

জীবন এক অপূর্ব তুর্কি ঘোড়া !

:)

Life is Beautiful এ গ্যিডোর বাচ্চা ছেলেটা রেলগাড়ি পছন্দ করতোনা! ওকে দৌড়াতে হয়েছিল আর ও হারিয়ে ফেলেছিল ওর মাকে ! আর পথের পাঁচালীতে দূর্গা আর অপুর প্রিয় ভাবনা ছিল রেলগাড়ি ঘিরে... জীবন যেখানে যেমন! কিন্তু সুন্দর ! কারো কাছে জীবন এমনই , '' লাভ লোকসান হিসাব ছাড়ায়ে বেঁচে থাকা জানি সেইতো জীবন কভু রাখা প্রাণ, কভু দেওয়া প্রাণ জানি জানি আমি এইতো জীবন'' এটাই কি একরকম সুন্দর না?! লাইফ ইটসেলফ বিউটিফুল... আমরাই মাঝে মাঝে এটাকে অসহনীয় বানাই। সীমালঙ্ঘন করে, ভুল করে...... এগুলো না হলে জীবন কি কম সুন্দর? বেঁচে থাকাটাইতো অদ্ভুত সুন্দর একটা ব্যাপার! গ্যিডোর সুইটু বাচ্চা অরিফিসের জন্য যে মায়া হয়, জীবনের সৌন্দর্যটা সেখানেই! বাবা যখন তার প্রাণপ্রিয় বাবুটার সাথে খেলতে খেলতে হারিয়ে যায়, তখন জীবন ভীষন কষ্টময় সুন্দর! আব্বুর পায়ে পায়ে কত হেটেছি, আমি হয়তো এখন মনে করতে পারবোনা! কিন্তু ঠিক জানি কখনো আমার একটা হাত আব্বুর হাতে, আরেকটা আম্মুর হাতে ... আমার প্রথম হাটা শেখা ! জীবন তখন কতটা সুন্দর ছিল আমি কল্পনাও করতে পারিনা ! বরং ভেবে ভেবে না হয় একটু কাঁদি ......... ক্রিস্টোফার গার্ডনার আর তার কোঁকড়াচুলো পিচ্চিটার দৌড়ের উপর বেঁচে থাকা, বার বার বেঁচে যাওয়া ...... জীবনযোদ্ধা বাবার সাথে বাস ধরার দৌড়ে জিতে কিন্তু পুতুল হারিয়ে ক্রিস্টোফার জুনিয়রের চোখ ভরে জল, কাঁপা কাঁপা ঠোটে কান্না চাপার চেষ্টা ...... জীবন কি তখন অনেক অনেক মায়াময় না ? কতবার আব্বু আম্মুর বকা খেয়ে কেঁদে বালিশ ভিজিয়েছি আর মনে মনে ভেবেছি, ওরা আমাকে একটুও ভালোবাসেনা! আহারে , ভালোবাসার আমি কি বুঝি? জীবন তখন তার অন্যরকম সৌন্দর্য নিয়ে ধরা দেয়, অপরিণত আবেগপ্রবন বাচ্চাটাকে আলতো করে ছুঁয়ে দ্যায়! তারপর সেই বাচ্চাটা যখন ঘুমিয়ে যায় ভাঙ্গা মন নিয়ে, আঁধারে তাদের ছায়ামুর্তি গুলো এসে আদর করে দিয়ে যেত! জীবন কি আশ্চর্য সুন্দর , আহা ! কিংবা জাহরার ভাই আলী, যখন দৌড়ে প্রথম হয়ে গেল ...... তখন কি কষ্টে আপনি কাঁদেননি? তখন কি জীবনকে অসহনীয় লাগে? জাহরা আর আলীর খুনসুটি , চোখের পানি আর কোমল হাসিগুলোই হলো জীবনের সৌন্দর্য ! এখন যখন আমার সতের বছরের ছোট ভাইটা অকারনে আমার মাথা চেপে ধরে ঝাকাতে থাকে আর বলে, 'তোমার সমস্যাটা কি,হ্যা?' তখন আমি জীবনের মানে খুজে পেয়ে যাই! অথবা বাইশে পা দেয়া মেঝটা ঝগড়া শেষ হবার কিছুক্ষন পর যখন আমার বন্ধ দরজা নক করতে থাকে আমার জন্য আনা আইসক্রিমটা দিতে, তখন আমি জীবনের সুন্দরতম প্রকাশে অভিভুত হয়ে যাই, গোপনেই! কিংবা চব্বিশ বছরের বড়টা আমার ফেইসবুক স্ট্যাটাসে লাইক দ্যায়, জীবন আরো জীবন্ত হয়ে ওঠে! কি সুখ, কি সুখ ! আমি এদের জন্যই অনন্তকাল জীবন নিয়ে বেঁচে থাকতে চাই :-( ! অথবা ছোট্ট আলেকযান্দ্রিয়া আর স্টোরীটেলার রয়ের রূপকথাময় জীবন। নিস্পাপ আলেকযান্দ্রিয়ার গল্প শোনা আর রয়ের ঘুমিয়ে যাওয়া! অদ্ভুত সম্পর্কটাতে ব্যাখ্যাহীন সৌন্দর্য খুজে পায়না কে? যেখানে অবাস্তব এক কল্পনার রাজ্যে হারিয়ে গিয়ে অনেক কিছু করা যায় কারো জন্য ...... নিঃস্বার্থ ভাবে! জীবন রহস্যময় , জীবনের সৌন্দর্যটাও তখন ভীষন ই রহস্যময়! কখনো কোন এক স্টোরীটেলার, যে সহজেই পেরেছিল আমাকেও মায়ার জগতে নিয়ে যেতে আর অলীক সব কল্পনা করাতে ,জীবন তখন প্রহেলিকা ......আর মায়াময় ... আর রহস্যময়! জীবনের এই হেঁয়ালীপনাও কি কম সুন্দর?? না হয় কোন পরিপূর্ণতা পায়না ...... তাতে কি?! "জীবনের আনন্দ সব সময় হিসেবের যথার্থতায় নয়, মাঝে মাঝে ভুলভ্রান্তির বোকামিতেওতো!!" আহারে , তখন ভুল গুলোও কত সুন্দর ঠেকে ... ... জীবন এক অপূর্ব তুর্কি ঘোড়া ! বড়ো মায়াময়, মোহগ্রস্ত, রহস্যাপ্লুত কুয়াশায় ঘেরা বিচিত্র বাদাড়। সুন্দর , সুন্দর!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.