আমাদের কথা খুঁজে নিন

   

জিয়ার সামনে দাঁড়াতে শেখ মুজিবুর ভয় পাইল! না হাছিনাবু, তুই ইটি করতে পারিস না, তর বাপের এই অপমানের আগে তর মরা দরকার

মগ্নতা ছাড়া

না হাছিনাবু, তুই ইটি করতে পারিস না, তর বাপের এই অপমান অসহ্য লাগতিসে। কতো আশা করসিলাম, একদিন তর বাপের নামেই শুরু এবং শেষ, ইতি এবং ইতিকথা সকলি সমাধা হৈবে। সংবিধানে বিসমিল্লার পরিবর্তে বিইসমি মুজিবতুন্নেসা- বিমান থিকা নামতি হলেই মুগো বাপ মুজিবের উপরে পা দিয়া নামতি হবে, মুজিবীয় বিশ্বেই সকলি সাবার হৈবে আবার, না, তর সেই সাহস হৈলো না। জিয়ারে মুইছা দিয়ে পর অইখানে মুজিবের নাম লাগাতি সাহস হৈলো না। ক্যান, একটা দেশের প্রধান বিমানবন্দরের নাম অই দেশের বাপের নামে না হৈয়া কুথাকার কুন এক সিলেটের শাহজালাল মওলার নামে হৈবো, এইটা তুই ক্যামনে সহ্য করবি, বল! আমারো সহ্য হৈতিসে না। না বুবু তুই পারতি না। জিয়ার সামনে দাঁড়াতে শেখ মুজিবুর ভয় পাইল! মুগো যোগ্য পিতা। বুবু তুই এই হিংসায় মইরা যাস না ক্যান?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.