পথের সন্ধানে পথে নেমেছি.........
জিয়ার নামে বিমান বন্দরের নামকরন সত্যিই একটা মিরাকল ঘটনা বলতে হবে। এখানে Zia International Airport কে সংক্ষেপে দেশে বিদেশে স্বীকৃত ভাবেই পাসপোর্ট বা অন্যান্য কাগজ পত্রে ZIA লিখা হয় যা মিরাকললিই জিয়ার (ZIA) নামের সাথে মিলে যায়। ন্যাচারাললিই বিমান বন্দরের নামকরনের সাথে জিয়ার নাম মিলে যায় যা সাধারনত সচরাচর ঘটেনা না।
এইসব হাজারো কারনে জিয়ার নাম শুনলেই আম্বালীগের গায়ে ............... দেওয়ার মত অবস্হা ঘটে। যেমন হাজারটার মধ্যে কয়েকটি -
## ৭১ এর যুদ্বের ঢামাঢোলের সময় বেতার ভাষনে যখন বেজে উঠে - "আমি মেজর জিয়া বলছি........" তখনই শেখ সাহেবের সব কীর্তি ম্লান হয়ে যায় যা এখনও অব্যাহত
## জিয়া এবং শেখ মুজিব দুজনই সেনা অভ্যুথ্বানে নিহত হয়েছেন - এখানেও শেখকে উপড়ে উঠাইতে পারেনা কারন একজনেরটা চক্রান্ত আর অন্যটা স্বতস্ফুর্ত
## একজনের জানাজায় লোক হয়েছিল সর্বসাকুল্যে ১০ জন তাও নিজ গ্রামে আর অন্যজনের জানাজায় লোক হয়েছিল ৪০,০০,০০০ এরও বেশী - এখানেও ব্যার্থ
## আবার শহীদ জিয়ার মাজার ঢাকার প্রানকেন্দ্রে আর শেখ সাহেবের হচ্ছে এক অজপাড়াগায়ে - এখানেও ব্যার্থ (মন চাইলেই নেতা কর্মীরা দলবল নিয়ে জিয়ার মাজারে জিয়ারত করতে চলে যেতে পারে কিন্তু ঐখানে-----)
## এইসব অনেক কারনের মধ্যে বিশেষ গাত্রজ্বালার কারন হচ্ছে জিয়া আন্তর্জাতিক বিমার বন্দর যা দেশে বিদেশে মানুষ সব সময় আসতে যেতে জিয়ার নাম নিচ্ছে যা শেখ সাহেবের নামে যতগুলো স্হাপনা আছে সব মিলালেও এর সমান হবেনা। এমনকি খোদ আম্বালীগের নেতাদেরই এখন জিয়ার নাম বেশী বেশী নিতে হয় কারন তাদের থেকে বর্তমানে কেউ বেশী বিদেশ যাতায়াত করেনা।
এরকম হাজার কারন রয়েছে কিন্তু আম্বালীগ জানেনা জনগনের হৃদয় থেকে জিয়ার নাম কোন ভাবেই মুছে ফেলা যাবে না। জিয়ার নাম জনগনকে জোর করে নেওয়াতে হয় না যা অন্যের বেলা ঘটতে দেখা যায়। অতএব বাংলার মানূষ জানে- জিয়া এক মহান নেতার নাম, জিয়া এক সফল রাষ্ট্রনায়কের নাম, জিয়া এক বীর সেনানীর নাম, জিয়ার তুলনা শূধু জিয়াই........যা মানুষের হৃদয়ে হৃদয়ে প্রোথ্বিত আছে, কোন আইন করে বা জোর করে নেওয়াতে হয় না বা কখন এক মুছে ফেলা সম্ভব না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।