আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু তোরা ছিলি, তোরা আছিস,জানি তোরাই থাকবি !!!!!!!



বন্ধু তোরা ছিলি, তোরা আছিস,জানি তোরাই থাকবি । তাই তো তোদেরকে খুব বেশি মিস করি অনেক দূর থেকে । খুব বেশি মিস করি হাই স্কুলের দূরন্তপনা জীবনটাকে আর হাই স্কুলের বন্ধুগুলাকে । সোহান, দীপক, মিন্টু,সাখাওয়াত,রিপন, ফয়সালের সাথে ক্লাবঘরের পুকুড় পাড়ের বিকালের আড্ডাটা আর জমিয়ে খেলাটাকেও খুব বেশি মিস করি। বিকাল হবার আগে থেকেই দিক-বেদিক ঘুরে বেড়ানোর জন্যে শামিমের একার সঙ্গই আমার জন্যে যথেস্ট ছিল।

বিকাল ২ টা বেজে যাবার আগেই প্রতিদিনের প্ল্যান জানিয়ে দিত। তোর কথা খুব মনে পড়ে দোস্ত । সিনামা হলে মূভি দেখার জন্যে নুরে-আলমের সখ্যতার কোন বিকল্প ছিল না। তোকে ছাড়া তো দোস্ত আজ আমার সিনেমা দেখা জমে না। আর কলেজ লাইফ,তার কথা কি আর বলব!!! যাকে না পেলে আমার জিবনটাই হয়তো আজ এতটা গুছানো থাকতো না, সেই তো হলি তুই, তুই রূবেল।

জানিস দোস্ত! তোর যে গুণটা আমাকে তোর কাছে টানে, সেটা হল আমি কিছু না বলের আগেই তুই বুঝে ফেলিস, আমি কি বলতে চাই । কিভাবে পারিস বলতো! একমাত্র তোর সাথে থাকলেই মনে হয় আমার অয়েট ৫ কেজিতে নেমে এসেছে । আমার অতি ক্ষুদ্র ভার্সিটি লাইফের অল্প কয়েকটা দিনে চুয়েট ক্যাম্পাসের সেই নবীন এঞ্জিনিয়ারগুলোর সাথে কাটানো সময়গুলোর কথা হয়তো কোন দিনও ভুলতে পারব না কারন এই দুষ্টুগুলা(মিজান, তানভির,সম্রাট,আশরাফুল, তোহিদ,সোহেল, শাহারিয়ার) যে এখনও আমাকে কল করে একাকীত্ব মুছে দেয়। আরও একটা আছে –সেটা হল মজনু । কোন কিছু হলে শেয়ার করার জন্যে যার নামটা মাথায় সবার আগে চলে আসে, মজনুই হল সেই ইডিয়েট টা ।

মালেয়শিয়া লাইফটা দেখতে দেখতে ৪ বছর চলতেছে এবং কেটে যাচ্ছে হাসি, আনন্দ, একাকীত্ব,মান-অভিমানের ভেতর দিয়ে জাহিদ, বদিউল,চঞ্চল এর সাথে। ফেসবুক!!!!!! ফেসবুকের সাথে পরিচয় অনেক দিন হয়ে গেল। কিছু দিন আগেও এটাকে ডিসগাস্টিং মনে হত । বলা চলে সবছেয়ে বেশি সময় আমার কাছ থেকে এখন এই ফেসবুকেই কেড়ে নেয় । সময়ের বদলে এই ভার্চুয়াল জগতটাও আমাকে দিয়েছে জনি,রাহাত আবং শিলার মত কিছু ভাল বন্ধু ।

জীবনের এই ক্ষুদ্র পরিসরে অনেক ভাল বন্ধুর ভালবাসায় সিক্ত হয়েছি । জানি তোরা ছিলি, তোরা আছিস, তোরাই থাকবি.......দোস্ত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.