আমাদের কথা খুঁজে নিন

   

তোরা দেখ একি বিস্বয়

বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি... তোরা দেখ একি বিস্বয় মোর বুকে জ্বালা যেনো সব স্বয় তোরা দেখ একি বিস্বয় একি বিস্বয় ! মোর খই ফুটানো জবানে আজ একে দিল যেনো ভীরু লাজ একি বিস্বয় ! একি বিস্বয় ! মোর আগুন ঝরানো চিৎকার হয়ে গেলো ভীরু হাহাকার মোর বিদ্রোহী রাত পারাবার হয়ে গেলো বুঝি কারাগার একি বিস্বয় একি বিস্বয় তোরা দেখ একি বিস্বয় মোরা আগুন ঝরানো রক্ত চাহনি যেনো ভীত হতো সারা ধরনী মোর পাগলার বেগে ছুটে চলা থামিয়ে দিল আজ কোন অবলা যেমুখে ছিল সদা বিদ্রোহ বাণী সেকেনো টানছে আজ পরাজয়ের ঘানী একি বিস্বয় ! একি বিস্বয় তোরা দেখ একি বিস্বয় ! একি বিস্বয় যে জানিত শূধু জয় আজ কেনো হয় শুধূ তারি ক্ষয় । একি বিস্বয় নাকি মোর ক্ষয় নাকি সব হারায়ে মোর জয় লয়ে ক্ষয়ে মিলে মোর জীবন একাকার আসবে কি মোর জীবনে জয় আবার ? একি বিস্বয় একি বিস্বয় সব হারিয়ে মোর জীবনে আসবে কি ফের জয় ! একি বিস্বয় !একি বিস্বয় ! তোরা দেখ একি বিস্বয় !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.