আলগা করোগো খোপার বাধন দিল ওহি মেরা ফাস গেয়ি, বিনোদ বেনির জরিন ফিতায় আন্ধা ইসক্ মেরা কাস গেয়ি।
রাজাকারদের নিপিড়নে জীবন হয়েছিল তিক্ত,
আজ ওদের কারনেই সবাই হচ্ছে ভীত,
ভীত নয় বাঙ্গালী দেখাবো আবার,
গাবো ভাই স্বাধীণতার গান মোরা আরেকবার।
'৭১ চলে গেছে কবে,
মনে তো পরেনা মোর,
বাঙ্গালীর জীবনে স্বাধীণতার নাম,
চিরদিন থাকিবে অমর।
হায় হায়, দেখো দেখো,
ওরা কি জানি কয়?
মোদের মনে আনতে চায় ওরা,
স্বাধীণতা নিয়ে সংশয়।
কুকুরের জাত ওরা,
খায় রাস্তার উচ্ছিষ্ট,
ডাষ্টবিনের পাশে পড়ে থাকা খাবার খেয়েই,
ওদের থাকা উচিৎ সণ্তুষ্ট।
এখন নাকি ওরা আঙ্গুল ফুলে কলা গাছ,
আছে অনেক ক্ষমতা,
কুকুর তো কুকুর ই থাকে,
থাকুক ওদের যত একতা।
সুনেছিলাম পেয়েছিলো নাকি ওরা সাধারন ক্ষমা,
সবাই একত্রে,
তাইতো ওরা এখন নাচছে শুধু,
সবাই একই ছণ্দে।
করতে চায় ওরা মোর মা কে,
আবারো অপমান,
বোম্ব ব্লাষ্টের নামে রেখেছে,
সবার মনে আতঙ্ক বহমান।
পারবি না তোরা এ কাজ করে করতে,
বাঙ্গালী কে ভীত!
বাঙ্গালী তো থাকে, বাঙ্গলা মার তরে,
সদাই জাগ্রত।
ওনেক করেছিস তোরা, নিয়েছিস ওনেক প্রান,
বলছি আবার তোদের, এবার তোরা না হয়,
একটু খানি থাম।
ভয় নাই, ভয় নাই,
মারবো না তোদের, দিবনা কোনো শাস্তি,
জীবনের তরে জিব কেটে দিবো,
তুলে নিব আখি পট-টি।
এখনো তোদের সময় আছে , জীবন কে শুধরোবার,
নতুবা দেখবি উদিচির কাহিনি,
তোদের বাসায় এবার।
কতোজন আছে তোদের সনে,
সংখ্যা আমায় বল,
বাঙ্গালী-মার এক সন্তান ই যথেষ্ট,
তোদের চোখে আনতে অশ্রু জল।
যোদ্ধারা মোদের আছে ঘুমচ্ত,
এখনো সজাগ হয়নি,
সময় থাকতে ভালো হয়ে যা তোরা,
এখনো সময় ফুরায় নি।
দিয়ান মাহমুদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।