ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
ব্যক্তিগত জ্যোৎস্নার মমি
-আবু মকসুদ
ভিড়ভাট্টা, মাত্রাছাড়ানো কোলাহল,
রাজপথের ন্যাড়ার মুদ্রাদোষ
উচ্ছনে যাওয়া পরিবেশ বাইরে থাকুক
মানুষের নির্বাসন কালে জ্যোৎস্নার মমিটি
শুনিয়ে যায় যৌবনের ধারাপাত
রেখার ওপাশে খানিকটা স্বস্তির আভাস
কোন এক পাখির দূতিয়ালী
শিখিয়েছিলো অনন্ত বর্ষার ভাষা
প্রতীক্ষার প্রহরও মগ্ন ছিল সৃজন উল্লাসে
গোপন গুহায় চাঁদ এসে ডুবেছিলো
রুপোলি মায়া ছুঁয়ে গিয়েছিল দৃশ্যান্তর
অন্ধকারের উদর চিরে জন্ম নেয়া ভালোবাসা
বিস্তীর্ণ জলাশয়ে স্ফটিকের মতো জ্বলছে স্ফীত জলগুলি
আজ বৃষ্টি হবে, মর্মমহলে পৌছিয়েছে খবর ব্যক্তিগত আবহাওয়া
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।