আমাদের কথা খুঁজে নিন

   

সাভারের লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনার কবলে, নিহত ৩

সাভার থেকে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স পাবনা যাওয়ার পথে আজ রোববার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এতে তিনজন নিহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাভারের ভবনধসে নিহত তহুরা বেগমের লাশ নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলার চান্দাইগ্রামে যাচ্ছিলেন তাঁর স্বজনেরা। ভোর সাড়ে ছয়টার দিকে অ্যাম্বুলেন্সটি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী এলাকায় ওয়ান ব্যাংকের সামনে দিয়ে যাওয়ার সময় দুজন পথচারী গাড়ির সামনে এসে পড়েন। তাঁদের বাঁচাতে গিয়ে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্যাংক লরির পেছনে ধাক্কা দেন।

এ ঘটনায় অ্যাম্বুলেন্সের সহকারী ও একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরেক পথচারীর মৃত্যু হয়। নিহত পথচারী দুজন হলেন তয়জাল হোসেন (৫৫) ও লোকমান হোসেন (৩০)। তাঁদের বাড়ি শাহজাদপুরের আলোকদিয়া গ্রামে। অ্যাম্বুলেন্সের নিহত সহকারীর নাম নুরুল হক (২০)।

তাঁর বাড়ি মাদারীপুরের চর লক্ষ্মীপুর গ্রামে।
এ ছাড়া অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন তহুরার বাবা সোবাহান (৫০), তহুরার স্বামী শাহিন (৪০), তাঁদের আত্মীয় দুলাল (৪৮), লাল মিয়া (৪০) ও শাহজাহান (৪০)। তাঁদের মধ্যে সোবাহানের অবস্থা গুরুতর। তাঁদের পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল জলিল প্রথম আলো ডটকমকে জানান, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।