সামু ব্লগের ২৩জন ব্লগারের ২৪টি গল্প নিয়ে প্রকাশিত হয়েছে গল্পসংকলন ''অফলাইন''। সামুর ব্লগাররা অন্য ব্লগারদের মতো অনলাইনে গিয়ে লেখালেখি করেন। সেই অনলাইনের লেখকরাই লগঅউট করে অফলাইনে গিয়ে বইয়ের পাতায় আশ্রয় নিয়েছেন।
এর নাটেরগুরু সাইফ হাসনাত। পরে মূলত: এটি একটি যৌথপ্রয়াসে পরিণত হয়।
বিশেষ ভূমিকা নেন শাহজাহান শামীম @ লেখাজোকা শামীম ও রিজভান হাসান @ আকাশ পাগলা।
বিচিত্র স্বাদের ২৪টি গল্প আর গল্পকার ব্লগারের নাম হচেছে-
অপার্থিব দিন রাত- ইমির
আয়না-মুহাম্মদ সাব্বির হোসাইন
এই গল্পের সকল চরিত্র কাল্পনিক-ধ্রুবতারা
একুশের পাঠশালায় একজন বৃষ্টি-মো: তারিক মাহমুদ
ক্লান্ত পাখি-রিজভান হাসান
খোঁজ-সেবু মোস্তাফিজ
গোলকিপার নাম্বার টু-ফকির আবদুল মালেক
তোমার তাকিয়ে থাকা-পদ্মা
দহন-ইশতিয়াক আহমেদ
দুই অথবা তিন বিকেলের গল্প-আশফাক সফল
নিশীথ-ফারা তন্বী
নিছক একটি গল্প-দি ফ্লাইং ডাচম্যান
প্লাস্টিকের ফুল-লালসালু
পুনি-মুহাম্মাদ সাব্বির হোসাইন
ফিরে আসা-শামসীর
বিদেশ-মঞ্জুরুল হক
বিকেল-রাজীব
বোকা-শফিউল আযম
মুখোমুখি-নষ্ট কবি
রোমিও কথন-জীবনান্দদাশের ছায়া
সমালোচনা-এ টি এম মোস্তফা কামাল
সম্পূর্ণ-লেখাজোকা শামীম
স্বপ্ন ঘুড়ি-এস বাসার
ফিরে আর আসবোনা-সাইফ হাসনাত
গল্পের ভূবনে আপনাদের স্বাগতম। পাবেন জাগৃতির স্টলে। বাংলা একাডেমীর স্থায়ী বিক্রয়কেন্দ্রের গেট দিয়ে ঢুকে বামের দ্বিতীয় গলির বামদিকে শুরুতেই জাগৃতির স্টল। কমিশন বাদে দাম ১২০ টাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।