ব্লগার সাইফ হাসনাত যখন একটি বই প্রকাশের উদ্যোগ নেয়, তখন ওর সাথেই ছিলাম আমি। পড়াশোনা, পারিবারিক ব্যস্ততা এবং ওর থেকে দূরে থাকার কারণে ওর কাজে তেমন সহযোগিতা করতে পারিনি। তবে ওকে প্রেরণা দিয়ে গেছি...
গতকাল বইমেলায় জাগৃতির স্টল থেকে কিনলাম "আমাদের বই" অফলাইন। যেমন ভেবেছিলাম তার চেয়ে অনেকে ভালো লেগেছে আমার। যদি আমার নিজের গল্পটা পড়ার মতো কিছুই হয়নি
সাইফকে অনেক কৃতজ্ঞতা।
ও চেষ্টা না করলে কিছুতেই বইটা প্রকাশিত হতে পারতোনা। কৃতজ্ঞতা সকল লেখককেও... যাদের লেখা ও সমর্থন না পেলে সাইফ একা কিছুই করতে পারতোনা।
আজ তো "অপরবাস্তব ৪" এর মোড়ক উন্মোচন হবে। যারা মেলায় যাবেন জাগৃতির স্টলে একটু ঘুরে যাবেন। দেখে যাবেন "অফলাইন"।
আর ভালো লাগলে কিনেও নিতে পারেন... স্টল নাম্বার- ৮৪-৮৫।
সবশেষ সাইফকে আবারো অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।