আমাদের কথা খুঁজে নিন

   

AVATAR movie কিভাবে সূটিং করা হয়েছে.....সচিত্র

কি লিখি তোমায়

যারা AVATAR দেখেছেন তারা মিলিয়ে দেখুন এবং যারা ভবিৎশতে দেখবেন তাদের জন্য.... AVATAR movie Advanced Motion Capture Technology মাধ্যমে বানানো হয়েছে...... মুভির শুরুতে সকল অভিনেতা-অভিনেত্রীর সন্পূর্ণ শরীরকে কন্পূটারের Advanced Motion Capture Technology মাধ্যমে স্ক্যান করে নেয়া হয়... এক এক জনের চেহারাকে স্ক্যান করে বিভিন্ন রূপ দেয়া হয়... প্রতি জনের মুখের উপর বিভিন্ন ডট বা ফোটা দিয়ে আবার স্ক্যান করা হয় এবং সেন্সার যুক্ত হেলমেট পরানো হয়...মুভিতে মুখের অভিব্যক্তি/এক্ক্সপ্রশন ফুটিয়ে তুলার জন্য... প্রতি অভিনেতা-অভিনেত্রীকে বিশেষ ধরনের মার্ক-যুক্ত ট্রক-সুট পরানো হয় যার মাধ্যমে তাদের প্রতিটি অংগের মুভমেন্ট কন্পুটার রেক্ড কারতে পারে.... AVATAR movie তে দেখা যায় তারা এক ধরনের প্রানির পিঠে চড়ে বেড়ায় দেখুন প্রানিটি কি.. সুত্র :নেট।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।