আমাদের কথা খুঁজে নিন

   

AVATAR মুভির পিছনের কারুকাজ !!! (শ্যুটিং রিভিউ)

সব হৃদয়ের গল্প বলি, রংধনুটাকে রং করি, নির্ঘুম চোখের কথা নিয়ে বৃষ্টির মত ঝরে পড়ি

এভাটার মুভিটি মুক্তির পর সবাই তার কাহিনী এবং লিংক নিয়ে বেশ কিছু পোষ্ট সামুতে দিয়েছে। আমি ভাবলাম এর ব্যতিক্রম কিছু করি। আমি এই মুভিটির শ্যুটিং এর বিভিন্ন পর্যায় চিত্রের মাধ্যমে তুলে ধরলাম। হলিউডের এই ব্যয়বহুল ছবিটি করতে সহায়তা নেওয়া হয়েছে নানা প্রযুক্তির। চোখ-ধাঁধানো এসব দৃশ্যগুলো চিত্রায়ন করা হয়েছে ভিজ্যুয়াল ইফেক্টের মাধ্যমে। নিচে এই মুভিটির শ্যুটিং এর কিছু চিত্র তুলে ধরা হলঃ পরিচালক জেমস্ ক্যামেরুন ব্যস্ত এভাটারের সেট-এ। >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> এই ছবিতে ব্যবহৃত প্রধান ক্যামেরা >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> অন্যান্য ব্যবহৃত ক্যামেরা সমূহ। >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> ছবিতে থ্রিডি-এর প্রয়োগ !!! >>>>>>>>>>>>>>>>>>>>>>>> শ্যুটিং-এর কিছু অংশ.. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> কিছু ইস্পেশাল ইফেক্ট !!! >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> সিনেমাটির বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত সব ইউনিট.. >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> থ্রি -ডি' এডিটিং এর মূল সফটওয়ার ! >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> এভাটারের সাউন্ড এডিটিং এর সফটওয়ার !! >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>> এভাটারে ব্যবহৃত রোবট.. সবশেষে দিলাম এই মুভির নায়িকা (সখিনা'র ) ছবি !! ** ছবিগুলো নেট এবং ভিডিও থেকে প্রাপ্ত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।