ফেসবুক আইডি:নাই
যুক্তরাষ্ট্রের হান্সভিলে আলাবামা ইউনিভার্সিটির এক শিক্ষিকার গুলিতে তিনজন অধ্যাপক নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে তাঁর শিক্ষকতার মেয়াদ বাড়ানো হবে না—এমন খবর পাওয়ার পরই তিনি এ হত্যাকাণ্ড ঘটান। এতে আরও তিনজন শিক্ষক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।
আলাবামা ইউনিভার্সিটির হান্সভিল ক্যাম্পাসের ওই ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার ও অন্য একজনকে আটক করেছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র রে গারনার গত শুক্রবার রাতে সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি আরও জানান, নিহত তিনজনের মধ্যে একজন হলেন জীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান গোপি কে পোডিলা এবং অন্য দুজন হলেন ফ্যাকাল্টি সদস্য মারিয়া র্যাগলান্ড ডেভিস ও অ্যাড্রিয়েল জনসন। খবর এএফপি, সিএনএন ও রয়টার্স অনলাইনের।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে ডব্লিউএএফএফ টেলিভিশন জানায়, ইউনিভার্সিটির জীববিজ্ঞান বিভাগের এক বৈঠক চলাকালে নিজের কর্মকালের মেয়াদ বাড়ছে না, এটা জানার পর গুলি চালান অ্যামি বিশপ নামের এই অধ্যাপিকা। টেলিভিশনের খবরে বলা হয়, নিহত ব্যক্তিদের তিনজনই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। স্থানীয় হান্সভিল টাইমস পত্রিকার রিপোর্টে বলা হয়েছে, হত্যাকারী ওই শিক্ষিকাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাঁর স্বামীকে আটক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র এরিন জনসন জানান, শেলবি সেন্টারে জীববিজ্ঞান অনুষদের বৈঠক চলাকালে তিনি বাইরে থেকে চিত্কার শুনতে পান। ডব্লিউএএফএফের খবরে বলা হয়, সিনেটর রিচার্ড শেলবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং ফ্যাকাল্টি সদস্যদের মঙ্গল কামনা করে একটি বিবৃতি দিয়েছেন।
তাঁর নামানুসারেই শেলবি সেন্টারের নামকরণ করা হয়েছে। বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।
২০০৭ সালের এপ্রিলে দক্ষিণাঞ্চলীয় ভার্জিনিয়া রাজ্যের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ে এক অস্ত্রধারী ছাত্রের গুলিতে ৩২ জন নিহত হওয়ার দুই বছর পর এ হত্যাকাণ্ড সংঘটিত হলো।
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।