আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচেয়ে রোমান্টিক শব্দ আমুর (ভালোবাসার ফরাসি শব্দ )।

স্বপনের সমাধি খোঁড়া এ জীবন ... মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলা এ জীবন!

ইংরেজি, বাংলা, হিন্দি, আরবি, উর্দু, তেলেগু, লাতিন সংস্কৃতকে হারিয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে রোমান্টিক শব্দের মর্যাদা পেয়েছে ভালোবাসার ফরাসি শব্দ আমুর। ভাষা বিশেষজ্ঞদের পরিচালিত এক প্রাক ভ্যালেন্টাইন'স জরিপের ভোটাভুটিতে এই শব্দটিই প্রথম হয়েছে। ভালবাসা প্রকাশে ইতালীয় শব্দ আমোরি হেরে গেছে অতি সামান্য ভোটে। খুব সুন্দরের অর্থ প্রকাশে ব্যবহৃত ইতালীয় এবং স্প্যানিশ ভাষার শব্দ 'বেল্লিসিমা' তালিকার তিন নম্বরে জায়গা পেয়েছে। তালিকার চার নম্বরে থাকা তেসেরো শব্দটিও ইতালীয় এবং স্প্যানিশ ভাষার।

লন্ডনভিত্তিক টুডে ট্রানস্লেশনস এর পক্ষ থেকে চালানো এ জরিপে ৩২০টি ভাষার ওপর ভোটাভুটি হয়। ইতালীয় ভাষার পরই সবচেয়ে রোম্যান্টিক ভাষা হিসাবে স্থান পেয়ে ফরাসি। যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছে স্প্যানিশ ও ইংলিশ। একই ভোটাভুটিতে ভালবাসা প্রকাশের ক্ষেত্রে অর্থাৎ আমি তোমাকে ভালবাসি; কথাটি সবচেয়ে কম রোমান্টিকভাবে উচ্চারণের ক্ষেত্রে শীর্ষস্থান দখল করেছে জাপান। জাপানে ভালবাসা প্রকাশ করতে 'ওয়াতাশি-ওয়া আনাতা-ও এই শিমাসু বাক্যটিই বলতে হয়।

তবে দ্বিতীয় স্থানে থাকা ওয়েলসও কম যায়নি। ওয়েলসের জনগণকে বেশ কাঠখড় পুড়িয়েই 'রিডও ই'ন ডাই গারুডি' উচ্চারণের মাধ্যমে ভালবাসা প্রকাশ করতে হয়। এর পরের স্থানটি পেয়েছে কিংলনের স্টার ট্রেক ইউনিভার্সে উচ্চারিত 'কাপারা' শব্দটি। এই জরিপে বাংলা 'আমি তোমাকে ভালবাসি'-এর অবস্থান কত তা অবশ্য জানা যায়নি। সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.