আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি ভুলিতে পারি



রক্তের লাল রং এ এঁকেছ পায়ে আলতা শোকের বসন জড়িয়েছ সারা অঙ্গে কপালে তোমার জয়ের তিলক এক হাতে মৃত সন্তান আর এক হাতে জ্বলে মশাল- বাহান্ন থেকে আজ অবধি হে মহীয়সী নারী ছুটছো তুমি ছুটছ পরে কালো পাড় শাড়ী । । শোকে নেই কোন হাহাকার বাজে ভায়োলিন সেতারের সুর মন ভিজে যাওয়া । যেন ঠুমরী ,ঝুমুর তালে বাজে তবলা ড্রাম গিটার ,বিদ্রোহী মন দুর্বার পথ চলা । ।

হে মহিয়সী নারী ছুটছ তুমি ছুটছ পরে কালো পাড় শাড়ী । । শুধু তুমি ছিলে বলেই লাল সবুজের এই পতাকা ’আমি তোমায় ভালোবাসি’-রবীন্দ্রনাথ নবান্ন আর পহেলা বৈশাখ । । হে মহীয়সী নারী ছুটছো তুমি ছুটছ পরে কালো পাড় শাড়ী ।

। শুধু তুমি ছিলে বলেই এই সবুজ পাসপোর্ট্ ,সারা বিশ্ব জুড়ে তোমার স্মৃতির শহিদ মিনার- আমার ভাইএর রক্তে রাঙানো । । হে মহীয়সী নারী ছুটছ তুমি ছুটছ পরে কালো পাড় শাড়ী । ।

শুধু তুমি ছিলে বলেই গলা ছেড়ে গাই গান লিখি গল্প কোন নতুন উপন্যাস । আমার হাতে এই কবিতার খাতা আর শিশুর মুখে ’মা’ বলে ডাক শোনা । । হে মহীয়সী নারী - আমি কি ভুলিতে পারি ? ১২ই ফেব্রুয়ারী, ২০১০ ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.