আমাদের কথা খুঁজে নিন

   

আমারে দেবো না ভুলিতে

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

অঝোর বৃষ্টিতে ধবল ডানার মতো মেলে দিলে হাত নীল রঙ শাড়ির পাড়ে কালো মেঘ ঢেলে দিলো জল তুমি উড়ে গেলে পাখি হয়ে, আমার ঘুমহীন রাত মগ্ন বৃষ্টি নিয়ে জ্বেলে দিলো স্মৃতির অনল হৃদয়ের সিড়ি বেয়ে নেমে এলো শ্রাবণের পরী জানালায় দোল খেয়ে নুয়ে পড়ে কদমের ফুল থৈ থৈ জল পড়ে ভেসে যায় সময়ের ঘুড়ি বিছানায় পড়ে থাকে জীবনের শত শত ভুল। তুমি যদি প্রেম দাও আমি দেবো শ্রাবণের স্বাদ জমিন ভাসাবো ঢলে, ধুয়ে যাবে ভুল আঁকা আঁকি দিগন্তের ঢেউ এসে ভেঙ্গে দেবে হাওরের বাধ খাতা থেকে উড়ে যাবে কষ্টের কবিতার পাখি। কালো মেঘে রাতভর জোছনার সৌরভ ওড়ে, এসো ভিজি বৃষ্টিতে................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.