আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি" মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ । দেখ মা আমরা আজও কেঁড়ে নিতে দেই নি আমাদের মুখের ভাষা , রক্ত দিয়ে যে ভাষা আমরা ১৯৫২ তে ছিনিয়ে এনেছিলাম তা আজও আমাদেরই রয়ে গেছে । আর এভাবেই আমাদের কাছে আজীবন রয়ে যাবে আমাদের ভাষা বাংলা ভাষা । তোমার ছেলেরা মা ভুলেনি সেই সব ভাইদের যাদের রক্তে রঞ্জিত হয়েছিল আমাদের রাজ পথ । যাদের রক্তে লিখা হয়েছিল পৃথিবীর বুকে বাংলা ভাষার নাম , আমরা ভুলিনি মা আমরা ভুলিনি সেই সোনার ছেলেদের আমরা ভুলিনি মা আমার ভাইয়ের রক্ত , আমরা ভুলবো না তোমাদের । আমরা আজীবন তোমাদের এভাবেই স্মরণ করবো , তোমরা আজীবন বেঁচে থাকবে আমাদের অন্তরে । বাংলা ভাষা ভাষী আমাদের সবার অন্তরে যুগ যুগ ধরে বেঁচে থাকবে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ২১ ফেব্রুয়ারী বেঁচে থাকে মায়ের ভাষা বাংলা ভাষা ।আর আমরা শ্রদ্ধা ভরে তোমাদের কে স্মরণ করে যাব প্রজন্ম থেকে প্রজন্ম যত দিন পৃথিবীর বুকে লেখা থাকবে বাংলাদেশের নাম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।