আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা বানান পরীক্ষক

কায়ছার

আমরা যারা বাংলা টাইপ করি তাদের প্রায় প্রত্যেকে কম বেশী বাংলা বানানের সমস্যাতে পড়ি আর তখনই অনুভব করি একটি বাংলা বানান পরীক্ষক সফটওয়্যারের। স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অঙ্কুর আই সিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন বাংলা বানান পরীক্ষক সফটওয়্যার তৈরী করেছে যা পুরোপুরি ফ্রি। আপনারা মজিলা ফায়ারফক্সের সাথে এটিকে ইনস্টল করে নিতে পারেন। ইনস্টল করার জন্য এই লিঙ্ক কে ক্লিক করুন আপনার ওয়েব ব্রাউজার অবশ্যই মজিলা ফায়ারফক্স হতে হবে। এখন Add to Firefox বাটনটিতে ক্লিক করুন, পরবর্তী confirmation window তে Install now বাটনে ক্লিক করুন।

এরপর সফটওয়্যারটি automatic ইনস্টল হবে। এরপর মজিলা ফায়ারফক্স restart করুন। এখন যেকোন ইনপুট বক্স বা টেক্সট ফিল্ডে বাংলা টাইপ করুন এবং টেক্সট বক্সে রাইট বাটন ক্লিক করে Language->Bangla / Bangladesh সিলেক্ট করুন। এখন আপনার লেখায় কোন ভুল থাকলে তা লাল underline দেখাবে। ভুল শব্দটিতে রাইট বাটন ক্লিক করলে সম্ভাব্য সঠিক শব্দগুলো দেখাবে, এখান থেকে সঠিক শব্দটি সিলেক্ট করুন।

সহজেই হয়ে গেল বাংলায় ভুল বানান শুদ্ধ করা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.