কত দিন পরে দেখা হল ....
খুন খারাবি এই দেশে নতুন কোন বিষয় নয়। বিশেষ করে বিশ্ববিদ্যালযগুলোতে এর বিস্তার স্বাধীনতার পরই বেশী বেগবান হয়।
আমাদের বিশ্ববিদ্যলয় জীবনেও এর দু একটি উদাহরন দেখতে পেয়েছি।
তা নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপও তামাদের দেখা আছে । তবে গত কয়েক দিন আগে রাবির ছাত্রলিগ কর্মী হত্যার ঘটনায় দেশ ব্যাপী যে অরাজকতা শুরু হয়েছে এমন নজীর আর কখনো দেখিনি।
এটা জরূরী আমলের সরকারী বাহিনীর তৎপরতাকেও হার মানিয়েছে।
মরকারী দলের এমন আচরন দেখে বলতে ইচ্ছে হয়,,,,দলীয় কর্মীর মৃত্যুতে যদিও এতই কষ্ট পেতে হবে তাহলে এমন কর্মী বাহিনী দেশে রাখরাইবা কি দরকার। বিশ্ববিদ্যালযে লেখাপড়ার পরিবর্তে যাদের রাজনীতি নামক মাদকে অভ্যস্ত করেন তা নি দিলেই কি নয় । আপনারা যি কোন কম্যাডার বাহিনী না পোষেন আর যদি বিশ্ববিদ্যালয়ে কোন রাজনীতিই না থাকে তবেতো আর আপনাদের এত কষ্ট আর দরদ থাকবেনা । আর সেই সাথে দেশের পরিস্থিতিও স্বাভাবিক থাকবে ।
জনগনকে না ভূগিয়ে এখনো থামেন তা না হলে কিন্তু এর ফল শুভ হবেনা । এক একটা শহরের দিকে তাকালে মনে দেশে যুদ্ধাবস্থা বিরাজ করছে। মেন হচ্চে আবার ৭ ১ এসেছে আবার একটু পরেই আসবে সেনা ট্যাঙ্ক গুড়ুম আওয়াজে আবার প্রকম্পিত হবে আপন শহর। ..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।