ভালো মানুষ হতে চাই
আমি কিছু ব্লগারদেরকে উদ্দেশ্য করেই বলছি। আর আমার এই বলাটা পড়েই আমাকে হয়ত অনেকে ধিক্কার দিবেন, অনেকে আমাকে শিবির ছানা বলে গালি দিবেন। কিন্তু যারা গনতন্ত্রে বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্যে বলব, আমার যে কোন দলকে সমর্থন করার মোলিক অধিকার রয়েছে। সুতরাং এটা নিয়ে আশা করব কেউ কমেন্টস করবেন না। আমার বক্তব্য যদি মিথ্যে বা অযোক্তিক হয় তবে ধরিয়ে দিলে খুশি হব।
অবশ্য রাজনীতি আমার মোটেও পছন্দ না। তবুও সেটা নিয়েই আজ লিখতে বসে গেলাম। আমি মনে করি এসব লিখা দরকার। এনিওয়ে মুল কথায় আসি .......
আপনারা তো ঢাবি র আবু বক্কর হত্যা নিয়ে কথা বলেন না। ঢাবিতে এত কিছু ঘটার পরও তল্লাশি হয় না।
এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। অবশ্য পরে উনি অস্বীকার করে বলেন, আমি এমন কথা বলেননি। এটা আমাদের দূর্ভাগ্য। আবার সৌভাগ্যও বলতে পারেন, তল্লাশির নামে সাধারণ ছাত্ররা হয়রানি হতে রক্ষা পেল।
আমার এলাকায় এক শিবির ছানাকে হত্যা করতে গিয়ে বিরাট এক এতিমখানা ও হাফেজী মাদ্রাসা অনেক কোরআন শরীফ সহ পুড়িয়ে দেয় ছাত্রলীগ কর্মীরা।
এক বিএনপি সংগঠককে এলাকায় থেকে সাংগঠনিক কাজ করার অপরাধে কতশত টুকরো করা হয় তার সঠিক হিসেব সেসব কষাইরাও দিতে পারেনি। অবশ্য এটা কোন অপরাধ নয়। কারণ তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত। অপরাধ আমাদের, কেন আমরা আওয়ামী রাজনীতির সাথে জড়িত হতে পারি নি ? আর তাদের সৌভাগ্য ! কারণ এত অপকর্মের পরও তৎকালীন প্রধানমন্ত্রী তাদের পক্ষ নিয়ে বলেন, ................. !
না, বলব না। বলতে লজ্জা লাগছে।
তবে সেই কথাটি না বলে পারছি না, "হুজুরের পোলা ধর্ষণ করলেও দোষের কিছুই নেই। কারণ হুজুরের পোলা বিসমিল্লাহ পড়ে ধর্ষণ করে। আর দোষ ধর্ষিতার কেন সে স্বেচ্ছায় নিজের শরীরকে হুজুরের পোলা র খেদমতে পেশ করেনি।
হা ....... হা .......... হা ...... । ডিজগাস্টিং ......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।